অনেকটা পথ এভাবে হেঁটেছি।
ব্যর্থতা,অতঃপর একদল হতাশা,
কখনও বা নিস্তব্ধ নীরবতা,
শুন্যতা এবং কিছু গম্ভীর রসিকতা।
হাস্যকর আঁধারের মাঝে-
অপ্রীতিকর ক্রন্দন ধ্বনি।
অথবা, অপ্রীতিকর বাস্তবতায়-
অসাধারণ মুখাভিনয়।
মধ্যপথে একজন প্রীতিলতা,
একঝাক আনন্দ-মাখা স্বপ্নের দল,
হয়তো ক্ষণিক বাদেই মূর্খতার-
বিশাল ভাণ্ডার থেকে মুক্ত,
একদল শুকনের নির্মমতা।
ছিঁড়ে খাবার আগ্রাসন নিয়ে,
মৌন সূর্যের আলোতে,
ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে-
মৌন