Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

পাকা রাঁধুনির কারিশমায়
কচুতেও ধরে না গলা,
বাকপটুর চোখা কথায়
কেউ হয় না  মন মরা।
কারো কারো দক্ষতায়
অকেজ বস্তুতে প্রাণ,
কারো কারো কারিশমায়
জনপ্রিয় সস্তা গান।
দক্ষ কৃষকের হাতের ছোঁয়ায়
কথা কয় খরা জমি,
ভাংগারীর হাতের পরশ লাগিলে
পরিত্যক্ত আসবাবও দামী।
মনের জোরে কত হিম্মতওয়ালা
বন-জংগল করে আবাদ,
শত প্রতিকুলতা অবজ্ঞা করে
আনে সভ্যতার

 শরতের আকাশে মেঘগুলো বাতাসে
দুপুরের পর
উড়ছে শুধু উড়ছে
হীন অবহেলাতে তার চলে যাওয়াতে
দেহ মন মোর
পুড়ছে শুধু পুড়ছে।

যেই সব রাতিতে ফোনে কান পাতিতে
বায়ু হয়ে মন
ছুটতো শুধু ছুটতো
আজি সে রাতগুলো আঁধারে চলে গেলো
ভাবি পরশন
আসতো ফিরে আসতো।

তবু আঁধার খেলা যাতে তারার মেলা
একান্ত

—————————–

মন বুঝোনি
গুন শেখোনি
করো রূপের বড়াই ;
মধু ছাড়া
সৌরভ হারা
ভয় যে ফুলের কাঁটা য় ।

——————————

 

রোমিলা অবাক চোখে তাকিয়ে বলল, তারমানে তুই বলছিস স্বপ্নটপ্ন সব মিছে কথা?

অতসী হেসে বলল, হ্যাঁ, ওটা স্বপ্ন নয়, বানানো গল্প।

—-তবে যে তোর বাবা বললেন, তুই আমাকে স্বপ্নে দেখেছিস,তাই তিনি মাংস আনতে যাচ্ছেন?

—উনি আমার কাছে যেমন শুনেছেন, তেমন বলেছেন।

— তার মানে?

বড়োই বিচিত্র তোমার মন
অভিনব তোমার সকল কাজ
আমি দূর থেকে দেখি আর হাসি
কারণ তোমার নেই ভালোমন্দের ভেদ বিচার
নেই কোনো শরম লাজ
অন্তরে ডাকাত পোষো, বাহিরে মিছেই সুহাসিনীর সাজ ।

তুমি মিছে কথার ঢেঁকি
বাহিরে মায়ার আবেশ, ভেতর ভরা ফাঁকি !

ব্যর্থ জীবন উপলোব্দির তুমি আমার শিক্ষক
লও অধমের লাখো সালাম যে তোমার ভক্ষক
তুমি ভালই করেছ
চিত্তে অনল জ্বলেছ
শিক্ষা দিয়েছ ব্যর্থ বেদনা
তোমারে করি ভক্তি , দিয়েছ শির উচ্চের শক্তি
তোমার প্রতি নেই কোন লাঞ্চনা ।
তুমি মোর প্রাণের দোসর
তোমার ধারে করি হস্ত জোড়
তুমি খুঁজে দিও

“ভোর বিয়ানে মনুর মা বদনা হাতে বাইরে গেল। আর ঘরে ফেরার নাম নেই। মনুর বাপ মনুর মাকে ডাকতে ডাকতে বাইরে গিয়ে দেখে, মনুর মা বদনা হাতে তালগাছের তলায় দাঁড়িয়ে আছে। কথাও বলছে না, নড়ছেও না! কোনো সাড়া না পেয়ে মনুর

 

কামনার সব রঙ মেখে

আমিও বলে দিতে চাইএকজন বিবাগী , 

হৃদয়ের রক্ত ক্ষরণে তোমাকে ভালোবাসি ।

ভীষণ ইচ্ছে করে পারি দেই কোন অজানাতে কিংবা

অঝোর বৃষ্টিতে আদিম উন্মত্ততায় ভিজি দুজনে আর 

আজও মুক্ত জানালার পাণে অপেক্ষার পালা!

মৃদূ প্রতিধ্বণি শুনব বলে, আজ পায় না-

শুনতে চাই শুনতে চাই-শীতল তরঙ্গ আর

তরঙ্গের সাথে শুশু ডানা ভাঙ্গা আওয়াজের

আলিঙ্গনা-সব কিছু জানার পরোও বীরঙ্গনা

বেসে থেকে-কোথায় হারিয়ে গেলে-একবারো

পূবালী হাওয়া বিস্মরন বিস্ময় জাগে না-জাগে

না- আজ শুধু

আমার কিছু চাই টাকা।
পকেটটাতো ফক্ ফকা !
সবাই বলে, ভাবেন ক্যান্ ?
দেবে টাকা গৌরী সেন।
হয়ে গেলো ভাবনা দূর,
বাজলো প্রাণে মধুর সুর।

এবার কোন চিন্তা নাই,
গৌরী সেনের বাসায় যাই।
বিপদ হলো এই খানে,
পাবো তাকে কোন খানে ?
সবাই সেনের নাম জানে।
বাড়ি কোথায় ? রাম জানে

go_top