পাকা রাঁধুনির কারিশমায়
কচুতেও ধরে না গলা,
বাকপটুর চোখা কথায়
কেউ হয় না মন মরা।
কারো কারো দক্ষতায়
অকেজ বস্তুতে প্রাণ,
কারো কারো কারিশমায়
জনপ্রিয় সস্তা গান।
দক্ষ কৃষকের হাতের ছোঁয়ায়
কথা কয় খরা জমি,
ভাংগারীর হাতের পরশ লাগিলে
পরিত্যক্ত আসবাবও দামী।
মনের জোরে কত হিম্মতওয়ালা
বন-জংগল করে আবাদ,
শত প্রতিকুলতা অবজ্ঞা করে
আনে সভ্যতার
Top today
কামনার সব রঙ মেখে
আমিও বলে দিতে চাইএকজন বিবাগী ,
হৃদয়ের রক্ত ক্ষরণে তোমাকে ভালোবাসি ।
ভীষণ ইচ্ছে করে পারি দেই কোন অজানাতে কিংবা
অঝোর বৃষ্টিতে আদিম উন্মত্ততায় ভিজি দুজনে আর