আমার এ কবিতা টি পড়ে পুরুষরা আমাকে ভুল বুঝবেন না প্লিস। আমি একেবারে পুরুষ বিদ্বেষী না। বরং আমার পছন্দের মানুষের তালিকায় পুরুষের সংখা বেশি মেয়েদের তুলনায়। সব পছন্দের মানুষ রবীন্দ্র নাথ শরত নজ্রুল শীর্ষেন্দু সক্রাটিস অ্যারিস্টট্ল সবাই পুরুষ। আমার ফেস বুক এ দুই একজন
Top today
মা-বাবার দেয়া
হাকিম তাহার নাম,
হাইকোর্টের ঝাড়ুদার
ঝাড়ু দেয়া কাম।
গরিব উল্লাহ নাম
দেখো তার খেল,
গাড়ী-বাড়ীর বহর
অর্থ-কড়ি অঢেল।
গায়ের রঙ যেন
অমাবস্যার ছবি,
তবু তারে সকলে
চাঁন মিয়া ডাকি।
মধ্য বয়সী মানুষ
দাঁড়ি-মোছের বাহার,
অবাক তবু হয়ো না
‘বাবু’ নাম তাহার।
‘নেম প্লেট’-এ লিখা
সত্য প্রকাশ দত্ত,
মিথ্যে ছাড়া দিন কাটে না
ইহাই ভীষণ সত্য।
নামাজ নাই-কালাম নাই
‘আব্দুল