.
সৌরভ হয়ে গৌরবে
ওগো রূপের কলি
শিউলি হয়ে ফুটো যদি
রাখবো মাথায় তুলি ।
…………………………..
স্বর্ণলতা তুমি বেঁচে থাকো
অন্যের আস্রয়ে
ভয়ে বা অভয়ে।
আমি তাকিয়ে থাকি বিস্ময়ে।
তোমার সোনালী রঙের আবেশ,
জড়িয়ে রাখার,
আঁকড়ে ধরার
ক্ষমতা আমাকে মুগ্ধ করে।
তোমার ফুল আমাকে মুগ্ধ করে
সে শুধু সৌন্দর্যের জন্য
সে শুধু মধুময় অরন্যে
সে নয় দাম্পত্যে, বংশ রক্ষায়।
তোমার লতার চাঞ্চল্যে আমি চঞ্চল;
অভাবনীয়,
অস্পর্শনীয়,
তোমার