খয়েরী রঙের একরোখা পাহাড় দাঁড়িয়ে।
মাথা উঁচু যেন অহম ছাড়িয়ে।
ডিঙ্গায় না কিছু যেন হিটলারের হুকুম।
চৈত্র যেন সারা বর্ষের মৌসুম।
পাহাড়ের এই কুলে যত মৃত মৃত্তিকা।
মরে গেছে প্রেম;মরে গেছে রাধিকা।
ঐ নিষ্ঠুর নিরস পাহাড়-তোর কিসের এতো ক্ষোভ?
এই কুলের প্রতি কেনো এতো হিংসের লোভ?
দাঁড়িয়ে থাকিস্
Top today
আমাদের জলগ্রস্ত নাজুক জীবন
নানা কিংবদন্তীতে প্লাবিত
বৃষ্টির জলের লোভে চাতকের জাতভাই
আমাদের সকল কৃষক
একদা এমত লোককথা চালু ছিলো
গ্রামান্তরে উঠানে উঠানে
নানা যন্ত্রপাতি এসে
ভেঙে গেলো এইসব লোককথা
নদী-জল ঘোলা হলে
হাসিতে প্লাবিত হতো
কৃষকের মুখ
এবার পলির ফলন হবেই
তাতে আমাদের জমিগন
হয়ে যাবে দারুন পোয়াতি !
নানা সার এসে পলিদের