প্রতিদিন গোধূলি আসে—
প্রতিদিন লালিম আলোয় আজও
রাখাল বালকেরা ফিরে আসে ঘরে,
লাল মাটির তন্দ্রায় ডুবে থাকে
গ্রাম পথ ঘাট…
আজও শুয়ে আছে দেখো সেই ছবি–
ঝাপসা ধূসর রং-ফ্রেমে বাঁধা
শিল্পীর তূলি আজও এঁকে যায়—
ঘুম মাখা পটের মেঠো পথ,
দীঘির পার,তাল গাছ,
আর সেই বধূটির ছায়া—
যার কাঁখে আজও ধরা
সেই