Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শীত এলো শীত

শীত এলো গাঁয়ে,

শিশির  জমলো দুর্বাঘাসে

পড়ল ঝড়ে  পায়ে ।

শীত এলো শীত

শীত এলো দিতে,

হেমন্তে গা-শির শির

শীত এলো নিতে ।

শীত এলো শীত

শীত এলো কাঁথায়,

গাছের মূলে শরশে ফুলে

শীত এলো পাতায় ।

ইচ্ছে হলেই মেঘ হয়ে যাই, মেঘে মেঘে ঘুরি
ইচ্ছে হলেই পাখির মতো, দেশ-বিদেশে ঘুরি

ইচ্ছা হলো চাঁদে যাবো, গেলাম চাঁদের দেশে
ইচ্ছে হলেই বসে থাকি, চাঁদকন্যার বেশে

ইচ্ছেগুলো পাখনা মেলে, ইচ্ছেমতো ঘোরে
ইচ্ছেগুলো শক্ত করে, বাঁধি রঙ্গিন ডোরে

ছুটির ঘন্টা কবেই বেজেছে
তবু বসে আছি কিসের মায়ায়?
বাড়ী গেছে চলে সুর্যটা
কেন তবু বসে গৌধূলীর ছায়ায়?
সুতো ছিড়ে উড়ে গেছে ঘুড়ি
তবু কেন বসে নাটাই হাতে?
শেষ খেয়া ভাসিয়ে চলে গেছে মাঝি
তবু কিসের টানে এখনো ঘাটে?
ফাগুনের আলো নিভে গেছে কবে
তবু কেন কৃষ্ণচুড়ার তলে?
ভেঙ্গে গেছে

ভুল করে যদি ভালো লেগে থাকে
ভুলে যেও সেই ভালো লাগা;
আমার আঘাতে পাওয়া ব্যথায়
কেঁদে যদি কোন রাত কেটে যায়
সেই ব্যথাটুকু মনে রেখো আর
মনে রেখো সেই রাত-জাগা।

হাঁটতে হাঁটতে পথ গুলিয়ে যায়

পা থেকে যায় গন্ডির ভেতর

অপচয়ের অর্থ বোঝে না অবুঝ কিশোর।

 

প্রতিবাদী হাওয়ার কাছে

দমকা প্রত্যয় বৈভব নিয়ে আসে

সুর-তানে সাজে সংগীত-বাসর।

 

পদক্ষেপের চিহ্ন ধরে রাখা পথ

থেমে থাকে,

গুনে রাখে

গন্ডির দাগ, দাগের অবসর।

 

* সত্‍ ও মহত্‍ ব্যক্তিরা ভাল কাজে প্রতিযোগিতা করে আর মন্দ লোকেরা কু-কর্মে *

* জ্ঞানে মানুষ বিরল কিন্তু শক্তিতে অধিক দুর্বল *
* লোভ , প্রতিহিংসা , স্বার্থপরতা মনুষত্বের বৈশিষ্ট নয় *
* যার চিত্ত নির্মল সে ব্যক্তি সত্‍ *
* পাপ বর্জন

লেখালেখিটা আজকাল দেখি ফিফা র‌্যাংকিংয়ের আকার ধারন করেছে । ফিফা র‌্যাংকিংয়ে জিতলে হারলে ড্র করলে নানান রকম পয়েন্ট বিভাজন দলের অবস্হান নির্নয় করে । আছে হোম এন্ড আ্যওয়ে ম্যাচ জেতার পয়েন্ট বিভাজন । তেমনি লেখালেখিতেও দেখি আজকাল পয়েন্ট বিভাজন উপদ্রব

মাঝে মাঝে মনে হয় বেশ্যাকে ভালোবাসি

আমি জানি তুমি ঠিক অবাক হবে

ওরা বেশ্যা তো!

ওরা আর যাই হোক – মানুষ হতে পারে না

তবে কি? সমাজের কীট?

আমি যে দেখিছি তোমাকে

দিনের আলোয় তোমার নির্লজ্জ অভিসার

তোমার বসন উড়েছে বাতাসে

তুমি খোলা নগ্ন শরীর ,

মদের গন্ধে ভরে

…………………………………………………………

 

 

ফেলানী নয়
ঝুলে মানুষ
ঝুলে মানুষের হৃদয়
ঝুলে স্বাধীনতা
লাল সবুজ পতাকা
ষোল কোঠি বাঙ্গালী
আর বিবেকের অন্ধতা ;

 

কাঠা তারে ঝুলে আছে বাংলাদেশ
ঘিরে চলছে শিকারের উৎসব উদ্যতা
মাথার খোলে মানুষ খাচ্ছে মানুষের মগজ
একদল দ্বী-পদী মানুষ নামের জানোয়ার ।

 

…………………………………………..

এলোমেলো লেখার মধ্যে একটা আনন্দ আছে । আবার অনেকটা নিরাপদও । কেননা সুনির্দিষ্ট বিষয় না থাকায় পাঠক মনযোগ দিয়ে পড়ে না । ফলে জ্ঞাতে বা অজ্ঞাতে কোন  এুটি থেকে গেলেও আতংকিত হবার কারন থাকে না । এই ধরনের লেখার

go_top