হৃদয়ের কোনে
রেখেছো কি মনে
এই আমি তোমারই ছিলাম
কাজেরই ফাঁকে
মন যদি ডাকে
তাই বুঝি সাড়া দিলাম।
জেগে ঘুমানোর জন্য আমাদের খ্যাতিকীর্তি
বাতাসকে সুরভিত করে !
মাঝে মাঝে প্রবল প্রতাপে জাগি
রাতারাতি বানাবার স্বপ্ন বুনি
আইফেল টাওয়ার বা নবাগত তাজ মহল !
মিডিয়াকে ব্যস্ত করি দারুন বয়ানে
এরপর আবার ঘুমিয়ে যাবো
আপন ভুবনে !
মিডিয়াও ব্যস্ত হতে খুব ভালোবাসে
সর্বদা ব্যস্ততা চাষ
মিডিয়ার প্রিয় আযোজন
এখন ঢাকার নগর-
নিঃসঙ্গতার চেয়ে সঙ্গদোষ ভাল
ঝিনুকের খোঁজে শামুক প্রত্যয়
অনাবিলতার সিঁড়ি বেয়ে আবিল গান
অন্ধকারের জোনাকী সুখ শৌখিন আলোময়।
শব্দদোষে রাত ভেঙে যায় ঘুমের ডানা চৌচির
নিষিদ্ধ আলোকে পথ জাগে,রথ জাগে
চন্দ্রসুখ বধির।
কত পাখি মারা যায় বিলে
কত দ্বার রুদ্ধ হয় খিলে
মানুষ তবুও নেই জাগরণের মিছিলে।
@
তুষার আহাসান
যত খুলে রাখ
শরীর অলিন্দ
বাষ্প ঘ্রাণ যত উতলা ও উগ্র,
দেহ ধার তোমার,অণু স্নান আমার কামনা,
বারবার ফিরিয়ে দিয়েছ ।
ঐ দেখ চাঁদ
স্নাত ওই দীঘি স্বচ্ছ জল টলমল,
পদ্ম যেন চুমে তার জ্যোৎস্না শরীর–
আঁকা থাকে স্মৃতি স্পর্শ প্রেম।
তুমি শুধু ধর্ষকাম
আমার নিদ্রা মগ্নতায়,
ব্যর্থ প্রেম তাই
সে ব্যথা স্বপ্ন সৃজনে জেগে থাক।