কি লাভ কাল-সাপ
দুধে-ভাতে পোষে
সুযোগে চোবল দিবে
আহা মরনের বিষে
সর্পের স্বাভাবিক স্বভাবে ;
পা-তোষা স্তাবক সদা অভিশাপ
মানুষ নামে দ্বী-মূখী বিষাক্ত সাপ ।
………………………………
কানে দিয়েছি তুলা
পিঠে বেধেছি কুলা
কানে দিয়েছি তুলা
পিঠে বেধেছি কুলা
বাসস্থান হয়েছে ভীষ্মের শয্যা।
নিক্ষেপ করি বারং বার
নিজেকে রিসাইকেল বিন এ
শ্রবণ এ
কানের তুলা সরিয়া যাওয়ার পরে। …
প্রাণ নাথ স্বামী কহেন
কহিতে থাকেন
কহিতে থাকেন
বকিতে থাকেন।
বৃধ্ব্য বয়সে
বউ হইয়াছে কবি।
ঘর বাড়ি সব
হাড়ি পাতিল সব
যায় জ্বলিয়া পুড়িয়া।
আমার তো