Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

(আমার গতকাল পোস্ট করা গল্পের শেষাংশ)

ক্লাস নাইনের রেজাল্ট বেরোল সে দিন। কলি ভালভাবে পাশ করে গেছে। পঞ্চু দু বিষয়ে ফেল করল। স্কুল কর্তৃপক্ষ দু বিষয়ে ফেল ছাত্রদের কম্পার্টমেন্টাল পরীক্ষার সুযোগ দিলো। সে বার ক্লাস নাইন কোন মত সে পাস করে

সেদিনও সে বের হয়েছিলো জীবিকার উদ্দেশ্যে। অর্ডারটা দিতে পারলে কিছু টাকা আসবে এই আশা বুকে নিয়ে বাসা থেকে বের হয়েছিলো। সকালের খাবারটাও খাওয়া হয়নি তার,ফেরা হয়নি আর বাসায়। যাওয়া হয়নি মায়ের শান্ত কোলে। শরীয়তপুরের ভজেশ্বর থেকে ২০০৬ সালে ঢাকার শাঁখারীবাজার।

তুমি তো ফুল শয্যায় বসে
ইশারায় ডেকেছ তোমার পাশে

তোমার সুখের কাননে কেন ডাক
পথের ধুলা লয়ে বুকে রাখ

আমি জানি গো , আমি জানি
অকুল পাথারে ভাসাবে মোরে
খেলা শেষে ।
ঐ……………।।

তোমার যেথায় বাস
আমার সেথায় হতাস

দু’জনার শুভ পরিনয়
কেবলি যাতনা কল্পনাময় ,

আপন নয়নে হেরিয়া
বলো কেমন করিয়া ?

ভাল

হব  ধ্বনি

প্রতিধ্বনি

তোমার কথার প্রতিধ্বনি।

হবনা কখনও প্রতিদ্বন্ধী।

 

তুমি  বলিবে যাহা

করিব আমি তাহা।

তুমি আমাকে ভাববে যেভাবে

পাইবে  সেভাবে।

অন্যথা হইবেনা তার।

 

বল যদি আমায়

কৌশলী অথবা ডিপ্লোম্যাট

হইব তখন আরো

বড় কূটনীতিক।

শব্দ টা  বললাম ভদ্র করে

হইবে তা আসলে কুটনি ।

 

করিতে সুরু করি তত

এখন  থেকে  কুটনামি যত ।

করিব এমন ই

ছোটবেলার স্বপন

বলছ তুমি ?
সত্যি কি হবে তাই
আমার লিখা যাবে একুশের মেলায়
এজে বড় অদ্ভূত কথা ।

শুনিনিত কভু আগে
হয়ে কি যাব কীর্তিমান কীর্তিময়ী
এত ভারী অদ্ভূত বাপার ।

তবে কি হলো সফল
ছোটবেলার স্বপন
হৃদয়ে নিয়ে হাহাকার
ভাবতাম যে কত আগে ।
কোনো একটা কিছু কি আমি পারিনা

বলতে এলে
মুক্ত আকাশ, মুক্ত জীবন তোমার প্রিয়;
ভাবনা তোমার মন্দ না।
চাইলে হতে মুক্ত সুরের গানের পাখি
মনভোলানো চন্দনা।

চাইলে শুধু নীল আকাশে
মেঘের মতো ছুটতে
চাইলে শুধু শিশির হয়ে
ঘাসের বুকে ফুটতে

এমন করে মুক্ত হতে
চাইলে কেন নন্দিনী ?
হঠাৎ এসে আমার বুকে
কেনই হলে বন্দিনী !

চাই আজ হারাতে মনে মনে
মনে মনে মনে মনে কল্পনাতে
যা পাইনি কখনো,,,

পেতে চাই আজ তা
মনে মনে কল্পনাতে কল্পনাতে ।
নিজেকে মনে করি soroshi
দেনা পাওনার সরসী (শরত চন্দ্র নভেল দেনা পাওনা )
যার বাক্তিত্তে হৃদয় এর প্রাচুর্যে চরিত্রের সততায়
অভিভূত চন্ডিগর গ্রামবাসী ।
যার মানসিক শক্তির

এ এক অদ্ভূত অসহনীয় অবস্থা আমার
শরীরে পাচ্ছিনা কোনো বল ।

শরীর হয়ে গেছে এমন
মনে হছে নিজেকে এক অশীতপর ।
শরীরে পাই নাকো বল নাই কোনো শক্তি

কিন্তু মন চলছে আমার
সুপারসনিক বিমান এর ধ্রুতিতে ।
কখনো চলে যাচ্ছি আমি সাইবেরিয়াতে

করছি খেলা পেংগুইন এর সাথে
স্নো দিয়ে

 

 

   সোনার চামচ রুপোর কাঠি
    মাঠির পাত্রে সুখ
    এ বেলাতে এসব খেয়ে
    জুড়াও মনের দুঃখ ,

 

    ক্ষিধে যদি পায় গো রাতে
    মনের অতি নীচে
    চাঁদের আলোয় মেঘের খাটে
    দেবো সবই যেচে ,

 

    সুখ সোনা তো ধরে মনে
    রুপা ধরে দেহে
   

আজ  মনটা অনেক ভাল

শরীর টা আরো বেশি ভাল

পারিপাশ্বিকতা ছিল

চঞ্চল  আবহাওয়ার মত ভালো।

 

কিন্তু তার  পর ও কেন

মুখটা আমার হাতের আড়ালে।

আজ  চেহারা লাগছে কেন যে

বড় বেশি খারাপ।

মুখটা  ঢাকা তাই হাতের আড়ালে।

 

বের হলাম মেয়ে কে নিয়ে

ঘুরে বেড়াব পার্কের নির্মল হওয়ায়।

করলাম  যত ধরনের আছে

সাজগোজ

go_top