জুলিয়েট হতে ইচ্ছে করে
জুলিয়েট হতে ইচ্ছে করে
তোমাকে দেখার পরে।
ইচ্ছে করে হতে
লাইলী শিরি আর
হতে বিরাজ বউ।
(শরৎ চন্দ্র নভেল বিরাজ বউ )
আরো করে ইচ্ছে হতে পৃথিবীর
যত মানবীয় প্রেমিকা বউ
তোমাকে দেখার পরে।
যাই চমকে
দেখে থমকে
যেন দেখছি আয়নায় নিজেকে।
এত সাদৃশ্য আমাদের দুজনে।
ব্যক্তিত্ব সমান চিন্তার জগত