(১)
অভাবে স্বভাব নষ্ট–
গরীব মরে ভাতে,
গরীব হোক,ধনী হোক,
চোর হয় না জাতে।
অর্থ যত অনর্থের মূল,
আছে তা কথাতে।
(২)
অল্প জলের পুঁটি মাছ,
করে রে ফরফর,
গভীর জলের মাছ যে বেশী
করে না নড়চড়।
(৩)
অন্ধের কাছে কিবা দিন,
কিবা হয় রাত,
ঝলমল করে আলো ,
আঁধার আত্মসাৎ !
(৪)
রতন চেনে রতনেরে ,
কচু চেনে শূয়রে,
চকচক হলে