সুখের আশার ঘর বাধলাম
থাকব সবাই সুখে,
সেই ঘরে আজ কাটা ডুকল
ভরে গেল দু:খে।
টাকা গেল, পয়সা গেল
হল সবাই পর ,
সুখের আশায় দু:খ কিনলাম
মা ও বলে মর।
দেশ বিদেশে ঘুরে বেড়াই
যত টাকা কামাই,
না খেয়ে আর না পরে
শুধু সব জমাই,
দু:খ তাড়াতে সুখের আশায়
সকল খাটাই ঘরে,
সেই