টে টে করে আর কাঁদবি না। আর পারছি না। আমার জীবনটা অতিষ্ঠ করে দিলি। বিয়ের পর থেকে সংসারের ঘানি টানতে টানতে আমার জীবনটা শেষ হওয়ার উপক্রম। অতি কষ্টে মুখ দিয়ে এমন কথাগুলো বের হচ্ছিল রাহেলা বেগমের।
যে ঘাটের পাটনী তুমি
সে ঘাটের যাত্রী আমি
খেয়া পারাপারে প্রতিদিন দেখা হয়
কথা হয়
হয় সুখ-দু্ঃখ বিনিময়;
ভাবিনি তো কোনদিন
হাজার যাত্রীর ভীড়ে
তুমি এত নি্ঃসঙ্গ একা !
আমি ও একা
তোমার মতো
নদীর এপার-ওপার ফিরি
মনের মানুষ খুঁজি,
নদী-ঢেউ-জল
ছল-ছল- ছল্
ফেরে না কখন ও সেই ঢেউ সেই জল
পায় না খুঁজে কভু