Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সেই দিন গুলো কই ?
পাখিদের ডাকে ঘুম ভাঙ্গিতো
সকাল হলে পরে ,
রাখালেরা গরু চড়াতো
বাঁশীতে গান করে ।

সেই দিন গুলো কই ?
মাঝি মাল্লা টানতো দাঁড়
ভাটিয়ালী গান গেয়ে,
নদী আর খালে জেলেদের জালে
মাছেরা থাকতো ছেয়ে ।

সেই দিন গুলো কই ?
আষাঢ়ে বৃষ্টি হতো
শীতে হতো শীত

গ্রাম বাংলার আহবমান ঐতিহ্য গরুগাড়ী আজ প্রায় বিলুপ্তির পথে যেতে বসেছে। এতে করে গাড়িয়ালরা অনেকেই বেকার হয়ে পড়েছে, তাই বাধ্য হয়ে অন্য পেশায় ঝুঁকে পড়ছে। আবার অনেকেই বয়সের ভারে নূয়ে পড়ে মানবেতর জীবন যাপন করছেন।
এক সময়ে গ্রাম গঞ্জে, হাটে-বাজারে উত্তাল

জীবন খাতার স্মৃতি থেকে
হৃদয়ের ক্যানভাসে আঁকা একটি প্রিয় মুখ
ফাঁকি দিয়ে চলে গেছে ওই দূর নীলিমায়।
এত বন্ধন,মায়া ছেড়ে কেন
এভাবে চলে যায় বিধাতা?
তবে এটা কি নিষ্ঠুর নির্মম বাস্তবতা?
যায় যদি চলে তবে কেন এত
মায়ার বন্ধনে জড়িয়ে যায়,
কেন প্রতিটি তনু মন কেঁদে ওঠে শুধু
তার

=======================

রামপাল সে তো স্বপ্ন ভাবনার চিত্তে

কান্ডরী লঘু উঠা, এক ভাসা পাল-

ক্ষতির সাধন হয় না যানি একচুল জাল

সে তো রামপাল- সে তো রামপাল,

জীবন প্রকৃতি-পশুপাখির হয় না রক্ত ম্লান।

 

১৬ কোটি গনতন্ত্রের কণ্ঠ ভাঙ্গা আর্তনাদ

সুন্দর বনের গোলপাতার ঝরার সমান-

স্বার্থের বাহুতে কি সের কয়লার

বিটেন সাহেবের আর এক দিনের শিকারের কথা বলতে হয়। বস্তারের সেই ঘন জঙ্গল,সঙ্গে সেই তিন আদিবাসী পাণ্ডার দল। সাহেবের দেহরক্ষী বললে চলে। সাহেবের আদিবাসী লোকগুলিকে শিকারের সঙ্গী বানাবার কারণ আছে বৈ কি! এক তো ওরা শক্তিশালী হয়। প্রয়োজনে সাহেবকে বাঁচাতে অপেক্ষাকৃত

ভুলে যাও , ভুলে যাও
আর ডেকো না
চলে তো এসেছি , আমার পানে
আর চেওনা ।।

আমার সূচি প্রেম
তুমি পদে দলেছ
শত ঘৃণা হেলায়
আপনারে বড় ভেবেছ ।।

আমি জ্বালার মালা রচি
মোর দোসর বেদনা ।
ঐ ………….।।

তোমার স্বাদ পূরণ করেছি
অচিন দেশে চলেছি ।।

বুঝিবে কোন

‘আজি’ যখন ‘আজই’ হল

‘রাজি’ হবে কী?

‘বৌ’ যখন ‘বউ’ হল

পাজি হল ঘি!

 

‘সবই’ যখন ‘সবি’ হয়

আমি  ‘হইচই’

‘কৈ’ যখন ‘কই’ হয়

তুমি হলে সই!

 

‘আরও’ হলে ‘আরো’ হয়

‘বার’ ‘তের’ ‘সতের’

‘সবে’ যদি ঠিক থাকে

ঠিক থাকুক ‘আঠার’।

 

‘কখনো’ হতে পারে ‘কখনও’

‘এমনই’ হয় ‘এমনি’?

‘সবই’ যদি খাঁটি থাকে

ভাষায় পাই ‘থই’।

 

‘মানুষ’

যানজট দেখে দেখে খটকায় পড়ি;
রজ্জুকে শাপ ভ্রমি, শাপ হয় দড়ি !
জটে পড়া গাড়িগুলো চুপচাপ বসে
ধুক্ ধুক্ শোর তোলে ধোঁয়া ছাড়ে কষে !
ইন্জিন চলে শুধু নড়ে না তো গাড়ি;
কচ্ছপ এর চেয়ে ছোটে তাড়াতাড়ি !
পেটে থাকা যাত্রীরা উসখুস করে;
পড়ে থাকা কাজ নিয়ে

আজ সারাদিন খুব ধকল গেছে ওয়াশিমের।মাথায়ও যন্ত্রণা

হচ্ছে।জ্বর আসার পূর্ব-লক্ষণ। এখন একটু ঘুমিয়ে নিলে

হয়ত শরীরটা চাঙ্গা হবে।কিন্তু বাড়ি ফেরার উপায় নাই।

খালা খুব রেগে আছে। যাকে দেখছে তাকেই ঝাঁটাপেটা

করছে।

লোকে বলে খালার নাকি মাঝেমধ্যে ভর ওঠে। তখন কি

যে করে তার ঠিক নাই। গালিগালাজ,শাপ-শাপান্ত,হাতে

কাছে

আজ আমার মন ভাল
ঈদ তুমি আসবে বলে
সকাল দুপুর সাঁঝ বেলা
নীশি-রাত খুশির দোলা
ভাই বোনদের মিলন মেলা,
সরু বাঁকা চাঁদ পশিচমের হেলা গগন কোনে
আনন্দে, উম্মাদনায় পুলকিত মনে
নতুন পোশাকে শিশুদের হাসি মুখ
মুছে দিতে যত যাতনা, বেদনা-দুঃখ
ধনী-গরিবের তরে
কেহ দেয় আর কেহ নেয়

go_top