Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সুবহে সাদিক।
রাত্রির আঁধার থেকে সূক্ষ্ম আলোর রেখা বেরিয়ে আসার মুহূর্ত। এক্ষুণি আঁধার থেকে আলো পৃথক হয়ে যাবে। ইয়াসরীবের (মদিনা) এক দুর্গের চূড়ায় মহা হুলস্থুল পড়ে যায়। একজন আত্মমগ্ন ইহুদি জ্যোতিষ দুর্গের চূড়ায় উঠে চিৎকার শুরু করে দেয়। আধফোটা সকালে ইয়াসরীবের

——————————————————————————-

 

 

শুভ মনে শুভ চেয়ে শুভকান্কী হয়ে
দু ‘চারটি সত্য কথা বলেছি গো বলে
কেন যে তুমি ভুল বুঝে গো মোরে
ভাসো গো চোখের জলে?
 
 
তোমার সাথে তো হয়নি গো দেখা 
হয়তো হবে না গো কোন দিন
কি লাভ বলো গো ক্ষণিক চলার পথে
তোমার হৃদয়ে বাজিয়ে দুঃখের

তুমি আমার প্রথম প্রেম
আমার প্রথম কবিতা,
অপরিপক্ক হাতে লিখা
পূর্ণ আবেগের ছবি তা।
তুমি আমার প্রথম কবিতা
হৃদয় কলমের প্রথম গর্ভধারণ,
ছন্দ মাত্রার অজ্ঞতা
আধা কাঁচা শব্দচয়ন।
লাজুক কবি লুকিয়ে রাখি
প্রথম কবিতার খাতা,
লাজুক প্রেমিকের প্রথম প্রেম
কত যে গোপনীয়তা।
গোপনে গোপনে বারংবার পড়ি
প্রথম লিখা কবিতা,
তুমি আমার প্রথম প্রেম
লুকিয়ে লুকিয়ে

বৃষ্টি ভেজা পাখি আমি
বৃষ্টির গান গাই
বৃষ্টি মাঝে একলা তোমায়
সঙ্গে কেবল চাই।
থাকলে সাথে বৃষ্টি রাতে
চাইনা কিছু আর
বৃষ্টি ভেজা তুমি আমি
দ’জন দু’জনার।।

সময় সবেরে বৃদ্ধ করেছে
হয় নি সে তবু,
সে চিরকাল যুবক বেশেই
নিয়েছে সবার পিছু।

সে সর্বদা রসকসহীন
তবু সে চায় মধু,
মানব হৃদয়ের সঞ্চিত রসে
সেই যৌবনে শুধু।

তাই মানুষ আসে আর চলে যায়
পড়ে তার গ্রাসে,
তবু কেন জানি সময়ের দাবিতে
বার বার চলে আসে।

বারবার

ম্যাডাম হয়ত মিজানের মায়াবী চেহারা দেখে বা অন্য কোনো কারণে অভিভূত হলেন । খানিকক্ষণ মিজানের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, এসো ।
বড় ঘরটিতে দুইটি রুম । একটি কক্ষ বেশ বড়, সেইটিতে এখন ক্লাস হচ্ছে । অন্য রুমটি বড়টির তুলনায় আয়তনে

আমার বাড়িতে বাড়ি নাই
মো: ওবায়দুল ইসলাম।

বাড়িতে ফিরে দেখি
বাড়িতে আর বাড়ি নাই।
অশান্তি গুলো হয়েছে দরজা জানালার ফ্রেম;
হাড়ি পাতিলে কোথাও নাই প্রেম !
দু:খেরা হয়েছে মেজ, শেড আর-
কষ্টেরা আমার সখের ফার্নিচার।
দু:খ কষ্টের মান্ড দিয়েই তো ঘর সাজাই,
বাড়িতে ফিরে দেখি
আমার বাড়িতে বাড়ি

ঈদ এলো গগনে
ঈদ এলো ভুবনে

মেঘের পালকিতে চরি ।

ঈদ এলো জলে
ঈদ এলো ফুলে

হাওয়ায় নৃত্য করি ।

ঈদ এলো পথে
ভর দিয়ে রখে

লাগেনিতো কোন গাড়ি ।

ঈদ এলো মাঠেতে
ঈদ এলো ঘাটেতে

আনন্দ সুর ধরি ।

ঈদ এলো ঘরে
ঈদ এলো দ্বারে

সবার আঙ্গিনা ভরি ।

ঈদ এলো শ্যামল

যদি বল আমি নেই,

মেনে নিতে দ্বিধা নেই!

যতটুকু স্মৃতির দাগ–

আলোকিত মধ্যাহ্নের মুখ

ছুঁয়ে ছিলে আমার অন্তঃস্থল

সেটুকু সযত্নে রাখা হৃদয়ে।

 

সকাল শিশিরের দূর্বা কোমল দেহে

ভোর সূর্যের লালিম রৌদ্রপাতে

আঁকা আছে সে সব কথা–-

সেই গাঁথা মালা,স্পর্শাতুর ক্ষণ–

কামনা লাগা ছিল ঢুলু আঁখির ফলকে,

কাতর প্রার্থনার নগ্ন দেহে

ঢলা ছিল

তুমি যখন হেঁটে যাও
পাখিরা করে কিচির মিচির
আমি তাকাই বিভোর হয়ে।

তুমি যখন হেসে ওঠো
বাতাস লুটোপুটি খায়
শরীরে জাগে শিহরণ।

তুমি যখন চুপ করে থাকো
মনে জাগে ভয়
তুমি যখন কথা বলো
হৃদয়ে ওঠে কাঁপন।

রজনীগন্ধা হাতে যেদিন দিলে স্পর্শ
মনে সেদিন উঠলো ঢেউ
যেদিন গেলাম তোমার আঙ্গিনায়
নীড়ে থাকতে পারনি

go_top