সুবহে সাদিক।
রাত্রির আঁধার থেকে সূক্ষ্ম আলোর রেখা বেরিয়ে আসার মুহূর্ত। এক্ষুণি আঁধার থেকে আলো পৃথক হয়ে যাবে। ইয়াসরীবের (মদিনা) এক দুর্গের চূড়ায় মহা হুলস্থুল পড়ে যায়। একজন আত্মমগ্ন ইহুদি জ্যোতিষ দুর্গের চূড়ায় উঠে চিৎকার শুরু করে দেয়। আধফোটা সকালে ইয়াসরীবের
Top today
তুমি আমার প্রথম প্রেম
আমার প্রথম কবিতা,
অপরিপক্ক হাতে লিখা
পূর্ণ আবেগের ছবি তা।
তুমি আমার প্রথম কবিতা
হৃদয় কলমের প্রথম গর্ভধারণ,
ছন্দ মাত্রার অজ্ঞতা
আধা কাঁচা শব্দচয়ন।
লাজুক কবি লুকিয়ে রাখি
প্রথম কবিতার খাতা,
লাজুক প্রেমিকের প্রথম প্রেম
কত যে গোপনীয়তা।
গোপনে গোপনে বারংবার পড়ি
প্রথম লিখা কবিতা,
তুমি আমার প্রথম প্রেম
লুকিয়ে লুকিয়ে
যদি বল আমি নেই,
মেনে নিতে দ্বিধা নেই!
যতটুকু স্মৃতির দাগ–
আলোকিত মধ্যাহ্নের মুখ
ছুঁয়ে ছিলে আমার অন্তঃস্থল
সেটুকু সযত্নে রাখা হৃদয়ে।
সকাল শিশিরের দূর্বা কোমল দেহে
ভোর সূর্যের লালিম রৌদ্রপাতে
আঁকা আছে সে সব কথা–-
সেই গাঁথা মালা,স্পর্শাতুর ক্ষণ–
কামনা লাগা ছিল ঢুলু আঁখির ফলকে,
কাতর প্রার্থনার নগ্ন দেহে
ঢলা ছিল