আমার শোনামনি এলে ঘরে
যেন এল চাঁদ,
পাড়া পরশী সবাই দেখে
মিটায় তাদের সাধ ।
চাঁদের আলোয় পৃথিবী ভরা
শোনা ঘর জুড়ে,
কোথা হতে এলো শোনা
কোণ সে অচিন পুরে ।
সারা জনম আলো দিয়ে
চাঁদ যেমন হাঁসে,
বড় হয়ে করবে জয়
যেন সবাই ভালবাসে ।
আমাকে দৃশ্যে পাবে না আর–
আমি চলে যাব স্বর্গপ্রিয়ার সাথে
দিনশেষে–গোধূলি-আঁধারে।
নিশিথে ফুটে যেকুসুম তারই ঘ্রাণে হয়তো
কোনদিন অনুমান করতে পার সত্যিকারের ভালবাসলে
হয়তো দেখবে আমায় ফুটফুটে জোছনার আবছায়াতে
ঐ যে দূরে–ভয়াল কালো জলের বিরাট বিলে
হয়তো রক্তকমল হয়ে ফুটব আমি আবার
আমার প্রেমে মত্ত জলপরিরা হুমড়ি খাবে
অপ্রাপ্তির কুহেলিকা অবচেতন মনে,
পুঞ্জিভূত ক্ষোভ অতি যতনে।
ক্ষোভ হিংসের জন্ম ধাত্রী,
কেহ নহে আপন;কেহ নহে মৈত্রী।
মনের আনাচেকানাচে করে সংক্রমণ,
হিংসে যেন জালিম নিষ্ঠুর সুদখোর মহাজন।
হিংসের সংক্রমণ চক্রবৃদ্ধি হারে,
কিংবা দাবানলের মত ছারখার করে পুড়ে।
দাবানলের শুভাকাঙ্ক্ষী খুঁজা অসার,
তেমন নিষ্ফলা-মিত্র খুঁজা হিংসার।
কতটা হিংস্র ক্ষুধার্ত হায়না,
অসীম তার