Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

 

 

শুভ জন্ম দিন কবি
শুভেচ্ছা সেরা প্রদায়ক
সুন্দর মুহুর্ত গুলো এ ভাবেই আসে
একের পর এক অবিরত,
হোক না কাকতলীয়
যাচিথ কিংবা অযাচিথ
তবু ও তো মেধা আর মননে কেনা
কষ্টের ফুল গুলো কি
কৃষ্ণ চূঁড়ার ঝাকালো শাখে
লালে লাল হয়ে
বসন্ত বাতাসে কোমল পরশে
কুকিলের কুহু ডাকে
নীল প্রজাপতির সোহাগী চুমোয়
আবেগে

ভাল লাগে ঐ নীল স্নিগ্ধ আকাশ,
ঐ সবুজ রং মাখানো মুলায়েম ঘাস।
ভাল লাগে সব কটি গাছকে নাচানো,
আর গায়ে পরশ লাগানো দক্ষিণা বাতাস।
ভাল লাগে সমুদ্রের ঢেউ আছড়ে পড়া সেই গর্জন,
ভাল লগে ঝর ঝর করে ঝরে পড়া সেই বৃষ্টির ক্রন্দন।

ভাল লাগে সুন্দর কুমল

অক্টোবর ’২০১৩ এর সেরা প্রদায়কের তালিকায় ২য় ও ৩য় স্থান অর্জনকারী শাহ্‌ আলম শেখ শান্ত ও এম, এ, কাশেম ভাইকে  জানাচ্ছি আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।  আর আপনার প্রতি অনুরোধ থাকবে  আমাদের সাথে নিয়মিত লেখার চেষ্টা করবেন।

দোয়া

ডিএনএ কী? ১৭ তম পর্ব।

ফিজিওলজী অথবা মেডিসিনে ২০১৩ এর নোবেল বিজয়ীগন, স্নায়ু কোষ কী? (২)

বাম হতে: Randy W. Schekman, Thomas C. Südhof and James E. Rothman.(NY TIMES)

১।Randy W. Schekman

জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৪৮, St. Paul, MN, USA

২। Thomas C. Südhof

জন্ম:

তুমি কও আমার এখন কি নেই ?
এক বিশাল রাজ্য আছে মোর চিত্তেই
সেথায় একটি সিংহাসন আমার তরে
দু ধারে দুটি বিরহ পাখা বাতাস করে ।

তোমার দেয়া যাতনা একেকটি বীরবল সেনা
দুঃখ প্রহরী আর স্মৃতিগুলো হতাশার সান্ত্বনা
কষ্ট আমার বিছানা অশ্রু আমার কাঁথা
কোমল বালিশ আমার

(বিষন্ন বিদায় প্রহরে রুয়েটের সকল অনুজ ও সহপাঠীদের উদ্দেশ্যে)

 

কী হবে স্মৃতি রেখে, বিদায়ী আল্পনা এঁকে

কী হবে শুকনো ফুলে ফুলদানী সাজিয়ে,

বিদায়ী বেদনার বীণা-থাক না থাক না

কী হবে আজ তা বাজিয়ে ।

 

যে সূর্য

( ২য় পর্বের লিঙ্ক )

এগার

রূপক বাসায় ফিরে ওর মাকে সব বলল। মা শুনে তো চিৎকার করে উঠল। রুপকের মা বলল, ‘তোর বাবাকে আমি এ কথা কিভাবে বলব? সে তো একথা শুনলে হার্টফেল করে মরেই যাবে।’ খাবারের

মনে মনে বিদ্রোহী

উপরেতে মোসাহেবি।

গুটিয়ে থাকা ভেজা বিড়াল।

আঁচলের তলে খুঁজি নিজের আড়াল।

 

ক্ষোভের উনুনে পানি ছিটিয়ে করি নিস্তেজ।

আমরা আমলহীন কোরআনে হাফেজ।

বিদ্রোহী বুনো ঘোড়ার লাগাম টেনে ধরি।

লজ্জাবতী লতার মত লাজে মরি।

ঢাকনা দিয়ে ঢেকে রাখি ক্ষোভের বাষ্প।

ঘাম দিয়ে নেমে যায় ক্ষোভের তপ্ত।

আমরা লুকিয়ে রাখি

হয়তো দুপুর কিংবা রাতের খাবারটা আজ রেস্তোরাঁতেই সারতে হবে আপনার। আর তাই পছন্দসই কোনো একটা রেস্তোরাঁয় ঢুকে কোনো একটা খাবারের অর্ডার দিয়ে প্রথমেই আপনি লেগে গেলেন হাত পরিষ্কার করতে। একইভাবে রেস্তোরাঁর কলের পাশে রাখা সাবানটির সাথে আপনার পুনরায় দেখা হলো

এখন থেকে-

১। প্রতিমাসে প্রথম ২০ জনের প্রাপ্ত পয়েন্টের ৫% পরবর্তী মাসের সাথে যোগ হয়ে যাবে।

২। প্রতিমাসের ১০ তারিখের মাঝে যারা ২০০ এর অধিক মন্তব্য করবেন তারা সবাই অতিরিক্ত ১০০ পয়েন্ট বোনাস পাবেন।

৩। মাসে ১০০০ টি মন্তব্য করলে কিংবা ২২৫০+ পয়েন্ট

go_top