শুভ জন্ম দিন কবি
শুভেচ্ছা সেরা প্রদায়ক
সুন্দর মুহুর্ত গুলো এ ভাবেই আসে
একের পর এক অবিরত,
হোক না কাকতলীয়
যাচিথ কিংবা অযাচিথ
তবু ও তো মেধা আর মননে কেনা
কষ্টের ফুল গুলো কি
কৃষ্ণ চূঁড়ার ঝাকালো শাখে
লালে লাল হয়ে
বসন্ত বাতাসে কোমল পরশে
কুকিলের কুহু ডাকে
নীল প্রজাপতির সোহাগী চুমোয়
আবেগে