ঐ নতুনের কেতন উড়ে
সামহয়ার ইন ব্লগে এক দিন একটা পোস্ট পেলাম, আহ্বান জানানো হলো পরিদর্শন করার জন্য , সাথে দেয়া হলো ওয়েব এড্রেস : চলন্তিকা.কম , একটি সাহিত্য ব্লগ। ক্লিক করলাম, পড়লাম এবং ভালো লেগে গেলো। সাথে সাথে সদস্য হলাম।
প্রথম কবিতা পোস্ট করলাম : মৃত্যু বিলাস
ভালই সাড়া পেলাম, নিজের ও ভাল লাগলো।তখন ও কিন্তু নিয়ম কানুন পড়া হয়নি।তাছাড়া এত সময় বা কই।বিদেশর মাটি , কাজ, কাজের ফাকে হাক, তারপর মনের খোরাক- যার যা রুচি।মাঝে মাঝে খামখেয়ালী মনের খোরাক জুটাতে দু’চার কলম লিখি,কখনও রাখি, কখন ও ফেলে দিই বা হারিয়ে যায়। এই আমার লিখা আর শিখা। লিখতে লিখতে শিখা। লিখতে লিখতে লেখক হওয়া।
২য় পোস্টে বিতর্ক। সোজা মুছে দিলাম।
৩য় পোস্টে আবার বিতর্ক।
নিয়ম কানুন না জেনে ১ম পৃস্টায় একাধিক পোস্ট করলাম।ঐ যে বললাম আবেগ আর সময়ের অভাব। অভিযোগ ,নসিহতের বন্যা কেমন দেখুন:-
(১)তাপসকিরণ রায়
August ২৭, ২০১৩ at ২:২৯ pm (Edit)
ভাল লাগল আপনার প্রেম-কাম কবিতা।
Reply
এম, এ, কাশেম
August ২৭, ২০১৩ at ৮:০৩ pm (Edit)
নিস্কাম প্রেম সে তো শুধু কবির কল্পনায়
বাস্তব প্রেমে মন ও দেহ পাশাপাশি রয় ।
ধন্যবাদ –
চমৎকার মন্তব্যের জন্যে।
Reply
(২)এ হুসাইন মিন্টু
August ২৭, ২০১৩ at ৬:২৭ pm (Edit)
আপনি প্রথম পেইজে একাধিক পোস্ট দিয়েছেন কেন? পোস্ট দেওয়ার আগে ভালো ভাবে নীতিমালা পড়ে নেওয়া দরকার । আশা করি ভবিষ্যতে এ ব্যাপারে আরো সচেতন হবেন ।
Reply
এম, এ, কাশেম
August ২৭, ২০১৩ at ৮:০৭ pm (Edit)
জানতাম না তো,
এখন জানলাম এবং দুঃখিত,
হিংসুখেরা দেখি সব জায়গায়
হিংসে করারা জন্য ধন্যবাদ।
Reply
(৩)এ হুসাইন মিন্টু
August ২৭, ২০১৩ at ৮:৪২ pm (Edit)
আপনি কি সোজা কথা বুঝেন না ? আপনি ব্লগিং করবেন, অথচ নিয়ম নীতি কিছুই মানবেন না, তা কেমনে হয়? তাছাড়া আপনি এমন বিখ্যাত কেউ নন যে, আপনাকে আমার হিংসে করতে হবে। আপনি বোধ হয়, নিয়মটা জানতেন না, আমি মনে করিয়ে দিয়েছি, নিছক এইটুকুই। এতে হিংসের কি হল ? আশা করি ভবিষ্যতে ভালো কথার আর উল্টা অর্থ দাড় করাবেন না।
Reply
এম, এ, কাশেম
August ২৭, ২০১৩ at ৯:৫১ pm (Edit)
জানি, আমি বিখ্যাত তেমন কেউ নয়
বিখ্যাত হওয়ার ইচ্ছে ও নেই,
হিংসের কথাটা একটু মজা করে লিখলাম -এটা ও বুঝতে পারলেন না ?
ধন্যবাদ।
Reply
(৪)আমির হোসেন
August ২৭, ২০১৩ at ৯:১৫ pm (Edit)
ঠিক বলেছেন মিন্টু ভাই। নতুনদের প্রতি অনুরোধ রইল আপনারা নীতিমালা পড়ে নিবেন।
Reply
এম, এ, কাশেম
September ২৭, ২০১৩ at ১:২২ pm (Edit)
মাস্টার………………………………………..
Reply
এম, এ, কাশেম
August ২৭, ২০১৩ at ১০:১৭ pm (Edit)
ঐ নতুনের কেতন উড়ে…………
ভাল থাকেন
ধন্যবাদ।
Reply
(৫)তুষার আহসান
September ২৩, ২০১৩ at ৩:১৩ pm (Edit)
” সবুজ পাহাড় ধুসর প্রান্তর পার হয়ে ক্লান্ত দুপুরে এসে
যৌবনে মধু সম্ভোগে সম্ভারে পূর্ণ শ্রান্ত রুপসী লজ্জাবতী”
ভাল লাগা।
Reply
এম, এ, কাশেম
September ২৭, ২০১৩ at ১:২২ pm (Edit)
প্রেম প্রীতি সবার ভাল লাগে
ধন্যবাদ।
Reply
১ম মতামত প্রদান কারী জনাব তাপস কিরন রায়ের কাছে এই জন্য কৃতজ্ঞ যে, তাহারই মতামত “ভাল লাগল আপনার প্রেম-কাম কবিতা।’ – এই বাক্য থেকে উৎসাহিত হয়ে লিখি চতুর্দশপদী কবিতা ” মন পেলে দেহ” ।
২য় মতামত প্রদানকারী কিছুটা হেলা আর শেখানোর চেষ্টা ।
৪র্থ মতামত প্রদানকারীর সুন্দর নসিহত,
আমার জবাব ছিল সে দিন- ” ঐ নতুনের কেতন উড়ে ……………..”
সেই কেতন উড়ানোর আন্তরিক প্রচেষ্টা ছিল আমার।
আমি ছিলাম এক অনাড়ী ব্লগার, প্রথম ব্লগিং এ হুল ফুটলাম , বিষে নীল হলাম, বাধ্য হয়ে আইনন কানুন পড়লাম, শিখলাম।
সে দিনের সকলের আলোচনা, সমালোচনে, মতামত উৎসাহে আজ আমার ” সেরা প্রদায়ক” হওয়া।
তাই আমি সে দিনের মতামত ও উৎসাহ প্রদানকারী সকলকে যথাযথ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সবাই সাথে থাকবেন।
সকলকে ধন্যবাদ
(১)
( খুব ঘুম পাচ্ছে, কাজ থেকে এসেছি, এখন ঘুমাব, পোস্ট ও করতে পারছি না, কারন এখন ও আমার একটি পোস্ট ১ম পৃষ্টায়)
(২) এক নাগাড়ে ৮ ঘন্টা ঘুমালাম, হ্যাঁ এখন পোস্ট করতে পারি। আমির হোসেন ভাইয়ের অভিনন্দন এর জওয়াবে এই পোস্ট। আমির হোসেন ভাই, সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ারুল হক খান সহ সবাইকে আবার ও ধন্যবাদ।