Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

“কতটুকু?”

: | : ০১/১০/২০১৩

কতটা জোরে হাঁটিলে
দিবে তাকে দৌড়ের মর্যাদা?
অবুঝ-অজ্ঞ আমি
দুর্বোধ্য গতির খাতা।

কত পরিশ্রম করিলে
রইবো না আর অকর্মা-বেকার?
কত ঘাম ঝরিলে
পাবো দিন মজুরের কাতার?

চুল ছিঁড়ে বুদ্ধি খাটিয়ে
করি কত পরিকল্পনা।
শক্তির শীর্ষবিন্দু ছুঁয়ে
করি তা সম্পাদনা।
বেলা শেষে খেলা ভেঙ্গে
মাথায় পরাজয়ের মুকুট।
ছুড়ে মারে চেনা জানা সকলে-
তিরস্কারের চিরকুট।

বলে দাও আমায়-
কেমন করে হয় বুদ্ধিমান?
কতটুকু মাথা খাটালে
পায় বিজ্ঞের সম্মান?

যুদ্ধ করিতে করিতে
আমি ক্লান্ত-শ্রান্ত।
আমি পরাজিত সৈনিক
মুখে আবছা দিগন্ত।
কতটুকু সাদা রক্ত ঝরিলে?
তারে কয় বিজয়ী যোদ্ধা।
বলে দাও আমায়-
দাও আমায় দীক্ষা।

দাঁতে দাঁত চেপে আশায় বুক বেঁধে
থাকি আমি বসে।
অপেক্ষার সবটুকু তেতো রস
অনিচ্ছায় নিই চুষে।

বলে দাও আমায়-
কতটুকু সময় অপেক্ষা করিলে
বলে তারে ধৈর্য?
হিসাবের মাত্রা বুঝিতে
কতোগুলো সময় জীবন থেকে করিতে হবে কর্জ?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top