Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ক্যান্সার প্রতিরোধে বিয়ে !

: | : ০১/১০/২০১৩

গবেষণায় দেখা গেছে,যারা বিয়ে করেছেন তাদের ক্যান্সারে আক্রান্তের হার কম। অবিবাহিতরা বিবাহিতদের চেয়ে শতকরা ৩৫ ভাগ বেশি ক্যান্সারে আক্রান্ত হন। ৪০ বছরের ডাটা বিশ্লেষণ করে এ তথ্য উপস্থাপন করা হয়। ৪০ বছরের বেশি বয়সী প্রায় সাড়ে ৪ লাখ নরওয়ে নরনারীর ওপর গবেষণা করে এ তথ্য প্রকাশ করেন গবেষকরা।

এতে দেখা গেছে, ১৯৭০-৭৮ সালে অবিবাহিত পুরুষ বিবাহিতদের চেয়ে ১৮ ভাগ ও মেয়েরা ১৭ ভাগ বেশি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ২০০৫-৭ সালে এসে এ পরিসংখ্যান দাঁড়ায় ৩৫ ও ২২ ভাগে।

‘বিএমসি পাবলিক হেলথ’ জার্নালে এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। বিবাহিতদের ক্যান্সারে আক্রান্ত হয়ে বেঁচে থাকার হার অবিবাহিতদের চেয়ে বেশি। এ জন্য সঙ্গীর সেবাযত্ন, সাহস, ভালোবাসা কাজ করে বলে জানিয়েছেন গবেষকরা। মাথাব্যথায় ওষুধের সঙ্গে কফি মাথাব্যথার রয়েছে হাজার কারণ।

সেই হিসেবে ক্যাফেইন প্রেমিকরা জানে তাদের সকাল বেলা কফি না পান করলে কী ক্ষতি হতে পারে। ফল একটাই প্রচন্ড মাথাব্যথা। শিকাগোর ডায়মন্ড হেডেক ক্লিনিকের ডা. সিমুর ডায়মন্ড জানিয়েছেন যে, ক্যাফেইন টেনশন-টাইপ মাথাব্যথার জন্য দারুণ কার্যকর।

একক গবেষণায় ৩০১ জন মাথাব্যথার রোগীর ওপর জরিপ চালিয়ে দেখা গেছে যে, আইবুপ্রুফেন এবং ক্যাফেইনকে যদি যৌথভাবে মাথাব্যথার জন্য ওষুধ হিসেবে দেয়া হয় তা শুধু মাথাব্যথার ওষুধের চেয়ে বেশি কার্যকর।

আরো জানা যায়, যেসব লোক ব্যথার জন্য শুধু আইবুপ্রুফেন জাতীয় ওষুধ খান, তাদের চেয়ে যারা ক্যাপসুল আকারে উলি্লখিত ওষুধটি যৌথভাবে গ্রহণ করেন তাদের মাথাব্যথা সহজেই কমে যায়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top