Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নতুন ঘোষণা

: admin | : ০১/১০/২০১৩

প্রিয় লেখক / প্রদায়ক বন্ধুরা

আমরা চাই প্রতিমাসে বেশিসংখ্যক বন্ধুদের পুরুস্কার দিতে। আর সে জন্য এই মাস থেকে আমরা আমরা সর্বোচ্চ মন্তব্যকারী ক্যাটাগরিতে তিনজনকে প্রতিমাসে “জিরো ২ ইনফিনিটি” ম্যাগাজিন এর চলতি কপি দিতে চাই। তবে এই ক্যাটাগরিতে ঐ মাসের সেরা তিনজন প্রদায়ক বিবেচিত হনে না। আর মন্তব্যকারীকে কমপক্ষে ১০০০ মন্তব্য করতে হবে।

আমাদের পুরুস্কার ক্যাটাগরিগুলো হল –

 ক্যাটাগরি ১ – পয়েন্ট এর ভিত্তিতে সেরা তিনজন প্রদায়ক

ক্যাটাগরি ২ – প্রতিমাসে বের হওয়া ইবুকে প্রাপ্ত সর্বাধিক মন্তব্যকারি পাবেন সেরা সমালোচক পুরুস্কার

ক্যাটাগরি ৩ – লেখার ভিত্তিতে প্রতি মাসে সেরা লেখক

ক্যাটাগরি ৪ – সর্বোচ্চ মন্তব্যকারী

ক্যাটাগরি ৫ –  প্রতি মাসে যারা মাসে ৩০০০ এর অধিক পয়েন্ট পাবেন  অথবা যাদের লেখা মাসে ৪০০০ এর অধিকবার পড়া হবে

 

এ ছাড়া

১। প্রতিমাসে প্রথম ২০ জনের প্রাপ্ত পয়েন্টের ৫% পরবর্তী মাসের সাথে যোগ হয়ে যাবে। এটি  অক্টোবর মাস থেকেই কার্যকর হবে। অর্থাৎ অক্টোবর মাসের সেরা ২০ জনের পয়েন্টের ৫% নভেম্বর মাসে যোগ হবে।

২। প্রতিমাসের ১৫ তারিখের মাঝে যারা ১০০০ এর অধিক মন্তব্য করবেন তারা সবাই অতিরিক্ত ২০০ পয়েন্ট বোনাস পাবেন।

 

আরও বিস্তারিত জানার জন্য আমরা আপনাদেরকে পয়েন্ট বণ্টন ও পুরষ্কার পদ্ধতি পড়ে নেবার জন্য অনুরোধ করছি।

আশা রাখি আমাদের এই নতুন ঘোষণা আপনাদের আরও বেশি বেশি লিখতে ও মন্তব্য করতে উৎসাহ দিবে।

 

শুভেচ্ছান্তে

সম্পাদক

চলন্তিকা ব্লগ

http://cholontika.com

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৮ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০২৪-১১-২৩ ০৬:১০:০২ মিনিটে
Visit admin Website.

মন্তব্য করুন

go_top