নিঃসঙ্গ অস্তিত্ব ।
আমাদের শ্যাওলা পড়া বারান্দায়
অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে
পায়ের বুড়ো আঙ্গুলে খুট্টিয়ে খুট্টিয়ে
শ্যাওলা উঠাতে গিয়ে
হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল !
তোমার সাথে দুস্টুমি করলে
একটু হাসাহাসি করলে
এমনকি তোমার গালে পড়ে থাকা
চুলগুলো সরিয়ে দিলেও
তোমার মুখে আমার অপরাধী হয়ে ওঠার ছবি !
বারান্দার শ্যাওলাগুলো
তোমাকে আজ খুব মিস করে
তুমি ওদের থাকতেই দিতে চাইতে না
মন দিয়ে ওদের উঠিয়ে ফেলতে!
আজ তুমি নেই
ভালোবাসার অনুভূতিও ম্রিয়মান
বৃষ্টিভেজা সন্ধায়
তোমার জায়গায় হৃদয়ের কোণায়
অন্য ছবি
জোড় করে হলেও ভালোবাসতে হয় !
তার গরম হাতের স্পর্শ ।
তোমার চলে যাওয়া,
আমাকে নিয়ে তোমার বিরক্ত হওয়া
আরো বেশী মনে করিয়ে দেয় তোমায়!
আজো এতটুকু অমলিন নও তুমি
শিশির ভেজা ঘাসের মতই শিক্ত
তার হাতের স্পর্শেই তোমার
গায়ের চিরচেনা গন্ধ
ভালোবাসার প্রতিস্থাপিত
অনুভূতিতে আমি অশ্রুসিক্ত !
তাকে ভালোবাসি অনেক বেশী
তবুও তোমাকে বাদ দিয়ে নয়
বারান্দায় শ্যাওলাগুলোই তার প্রত্যয় ।