প্রার্থনা
আমি দীন হীন দেখিতে কুত্সিত নোংরা দুটি কর
ঘৃণায় সকলি হয়েছে বিমূখ করেছে মোরে পর
কত জন পাথরে গড়েছে মন
সত্য ত্যাগিয়া অসত্যের পথে ব্যস্ত সর্বক্ষণ ।
হালাল ছেড়ে হারাম ভক্ষণ অনায়াসে ভেবে মধু
পূন্য কর্ম লাগে জ্বালাময় অন্যায় করে শুধু
চিত্তে নাই কভু পরোপকারের চেতনা
পর কষ্টে নাহি পায় বিন্দু বেদনা ।
স্বার্থের মোহে আপন হস্ত
আপনার নেত্র করে অন্ধ
হে প্রভু স্বার্থপরতা করে দাও
চির তরে বন্ধ
শিক্ষালয় সেতো সূচি অঙ্গন
সেথাও দূর্নীতির মহল
শিক্ষিত জনের অভাব নাইকো
সুশিক্ষা পরম অচল ।
অপরাধির সঙ্গে বিচারকের কর
মিলে হয়েছে এক
প্রশাসন পবিত্র পোশাকে দাগ লাগায়
বিনিময় সিগারেট কয়েক প্যাক ।
মোদের হিরার পূর্ণ দেশ
লুটেরা করছে ক্ষয়
ওদের চিত্তে দাও মানবতা বোধ
হে পরম দয়াময়
মানুষ আজ নহে মানসি হিংস্র হায়েনা
সহস্র কোটি মানুষ দেখি খাঁটি জন মেলেনা ।
যাদের দিয়েছ রাজ্যের ভার
তারা হয়েছে খবিছের দোসর
ভুলেছে তারা কৃপা তোমার
সর্বদা ব্যস্ত স্বার্থে বিভোর ।
হাবু ডুবু খাই সদা সর্বদায়
মগ্ন সুখের নেশায়
আপনাকে ছাড়া সকলি অচেনা
আপন নয়ন তারায়
হিংসা গ্রাস করেছে মনের সুখ
বসত করে সেথায় স্বার্থপর অসুখ ।
হে রহিম- করুণা করে মায়ার নজরে
তাকাও মোদের পানে
দুর করে দাও ধরি তোমার পাও
হিংসা আছে যাহা মনে ।
হিংসা , স্বার্থ , আসন দখলের মোহে চলিছে লড়াই
এর লাগি শান্তির দেশে শান্তি কভু নাই
সত্যের আন্দোলনে কপালে
জোটে দূর্নীতির অপবাদ
নাস্তিকতায় বেশ মেলে
দেশের যেন নক্ষত্র চাঁদ ।
সহ্য করিতে পারিনা অন্যায় অবিচার জবর দখল
বক্ষে সহস্র যাতনা দাউ দাউ করে প্রতিবাদের অনল
সম্মুখে যাই একবার পিছু ফিরি শতবার
ক্ষমতা দাওনি আমাকে শক্তি দিয়ে হটাবার
বেদন পূর্ণ চিত্তে কর উঠালাম তোমার ধারে
সকল অন্যায় লোপ করো চিরতরে ।