Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

শরতের আকাশ…..

: | : ০১/১০/২০১৩

শরতের আকাশ আমার বড্ড প্রিয়
সারা গগন জুড়ে এখানে সেখানে
শুভ্র মেঘেরা অবাধে ভেসে বেড়ায় নীলাম্বরে,
মেঘ আর রৌদ্রের লুকোচুরি
ঠিক যেনো আমার মতই;
তাজা সবুজ সবুজ পাতায় উজ্জ্বল রোদের ঝিলিক
মিষ্টি বাতাসে আনমনা করে দেয় মন,
মিস করি এখন বড়,
আমার প্রিয় শরতের আকাশ!
ব্যস্ততা ঘিরে ধরেছে জীবন!
যান্ত্রিক যানের মতই চলে দেহগাড়ি
অবাক হয়ে তাকিয়ে থাকা আর হয়ে উঠে না,
প্রতিনিয়তই শুনতে হয় নিজের বুড়িয়ে যাওয়ার গল্প,
কেনো এমন হয়?
উচ্ছল থাকলে ওরা শুনিয়ে শুনিয়ে বলে সবেরে,
হ্যাংলামির বয়স নেই আর sad sad
বয়স হয়েছে ঢের!
খোলা আকাশ দেখার অধিকারও ওরা কেড়ে নিতে চায়,
আচ্ছা! তোমরাই বলো?
আকাশ আর বয়সের কি সম্পর্ক? যে,
বার্ধক্যে উপনীত হলে আকাশে তাকানো যাবে না!!
আমার কাছে আজ খোলা আকাশ নেই;
ওরা বয়স দিয়ে ঢেকে দিয়েছে আমার আকাশ।
বিবর্ণ রঙে ছেঁয়ে গেছে শরতের আকাশ,
রৌদ্রের আনাগোনা নেই,
মেঘেরা ভেসে বেড়ায় মনের আকাশে।
সবুজ পাতারা চুপষে আছে
অপেক্ষায় একটুকু রৌদ্রের।
আমার আকাশে আবার
ফিরিয়ে নিয়ে আসব সেই শুভ্র শরত,
যেখানে আপন মনে মেঘ রোদ খেলা করবে,
শুভ্র মেঘের দলেরা ভেসে বেড়াবে স্বকীয় স্বাধীনতায়,
সবুজ পাতারা হাসবে রোদের হাসিতে,
আমি আমার শরতের আকাশে
ভেসে বেড়াবো শুভ্র মেঘের ভেলায় করে।
https://lh6.googleusercontent.com/-79dIgeSWnBE/UkqMFB1IVHI/AAAAAAAAWwg/JKBtRR40fos/w506-h281/09021a-496.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top