Top today
হয় না কিছু সময় মেপে
হয় না কিছু সময় মেপে,
তবুও একটু সময় নেই হাতে! কাজ না পেলে হব নাকি ভবঘুরে
অন্তত পৃথিবীটাকে তো দেখতে পারব? চিনতে পারো
মানুষগুলো কেও;
প্রপিতামহের ছালবাকলের জীবন খুঁজি।
নেমে পরি নাহয় শিকার সন্ধানে,
কালের ছকে আঁকা সেই গাত্রদাহ, মাপজোখ সেঁকে সেঁকে পাথর কুঁচি
বিবর ভঙ্গুর তত্ত্বে, পা টিপে টিপে
শিকারের নেই পিছু;
পড়া মাংসের আঁশটে গন্ধে সিদ্ধি চুষে চুষে শরীর বুনে ভঙ্গে।
1420@6 আশ্বিন, শরত্কাল।