Top today
উপহার পেলাম একটি থাপ্পড়!
কিছু দিন পূর্বে আমি ও আমার দুই বন্ধু আলম স্যারের নিকট প্রাইভেট পড়তে গেলাম। আমি স্যারের পাশে বসলাম। আর আমার দুই বন্ধু রনি ও জনি বসল স্যারের সামনে। স্যার আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন। আমার একটা অভ্যাস আছে তাহলো পড়ার সময় পা ঝাকানো। তাই আজকের দিনেও এর ব্যতিক্রম ঘটেনি। আমি পড়ার ফাঁকে ফাঁকে আমার পা ঝাকাচ্ছি। আমার হাটুটা ছিল স্যারের হাটুর সাথে লাগানো। তাই আমার পা ঝাকানিটা স্যার অনুভব করতে পেরে হঠাৎ করে আমার গালে একটা থাপ্পর মেরে বসল। আমি তখন হতভম্ব হয়ে গেলাম!