Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ

: | : ০২/১০/২০১৩

কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ। গ্রাম বাংলায় নানা উৎসব ও উপলক্ষকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বসে গ্রামীন মেলা। আর এসব মেলার বিনোদনের অন্যতম অনুষঙ্গ ছিল পুতুল নাচ। শহুরে জীবনের হাতছানিতে সবাই ব্যস্ত হয়ে পড়ায় আজকাল গ্রাম বাংলায় আগের মত আর গ্রামীন মেলা বসেনা। দু’এক স্থানে গ্রামীণ মেলা বসলেও সেসব মেলায় দেখা যায় না ঐতিহ্যবাহী পুতুল নাচ। নিকট অতীতেও গ্রামের মানুষ মেলায় গিয়ে পুতুল নাচ দেখে খুব মজা পেত। ছোট ছোট পুতুলের নৃত্যের মধ্যদিয়ে বিনোদনের পাশাপাশি তুলে ধরা হত দেশের ইতিহাস-ঐতিহ্য। স্বাধীনতার পরে পুতুল নাচের পরিচালকরা ক্ষুদ্র পরিসরে পুতুলের মাধ্যমে তুলে ধরতেন মুক্তিযুদ্ধের নানা ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা। এছাড়া পুতুল নাচে ভানুমতির কাহিনী ও বিভিন্ন শিশুতোষ দৃশ্য দেখানো হত পুতুলের মাধ্যমে। কালের আবর্তে নানা প্রতিকুলতায় আজ সেসব হারিয়ে যেতে বসেছে। এ বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যমকে আজও অনেকে টিকিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অনেকে বাবা দাদার কাছ থেকে পুতুল নাচ দেখানো শিখে পেশা হিসেবে নিয়েছেন। এ পেশাকে আকঁড়ে ধরেই অনেকে এখনো তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে আছেন। তবে পুতুল নাচে আগের মত দর্শক হয় না। এক শ্রেণীর মানুষ পুতুল নাচের নামে নারীর নগ্নদেহ প্রদর্শন করে এই শিল্পের ধ্বংস ডেকে এনেছে। এসব ব্যাক্তির কারণে প্রকৃত পুতুল নাচ দেখানোর মানুষদেরও বিভিন্ন মেলায় প্রশাসনের কাছ থেকে পুতুল নাচের অনুমতি নিতে বিড়ম্বনায় পড়তে হয়। এ কারনে বাধ্য হয় অনেকেই পুতুল নাচ দেখানো পেশা ছেড়ে দিচ্ছেন। আর এভাবে হারিয়ে যেতে বসেছে আমাদের গ্রামীণ ঐতিহ্য পুতুল নাচ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top