Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

”ব্যবহার-অপব্যবহার”

: | : ০২/১০/২০১৩

আলো চাও না আগুন চাও

চেরাগের কাছে হাত পাত,

জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করিবে

নাকি আলোর অনুগত।

হাতে তোমার মোটাসোটা

শক্ত পোক্ত লাঠি,

কারো মাথায় চালাতে পারো

নতুবা দিবে খুঁটি।

কলমের কালিতে লিখবে নাকি?

গল্প-উপন্যাস-কবিতা,

উৎকোচের লোভে দিতে পারো

ফাইলে নিবের যাতা।

চামড়ায় গড়া তোমার মুখ;

পারো সত্য ভাষণ,

ইনিয়ে বিনিয়ে রঙ্গ মাখিয়ে

করিতে পারো তোষণ।

রাজনীতিবিদ হতে পারো তুমি

প্রতিশ্রুতির মিথ্যে জবান,

আশার বাণীর শব্দ বানে

কাঁপাতে পারো ময়দান।

হাত আছে পা আছে

সুস্থ সবল দেহ,

শ্রম বিকিয়ে রোজগার কারো;

ভিক্ষা  করে কেহ।

চোখের আলোতে দেখো তুমি

কত কি ভালো-মন্দ,

তোমার ইচ্ছায় বেছে নিবে;

কে করিবে দ্বন্দ্ব?

ভালবাসিবে কাকে  তুমি?

কাকে করিবে ঘৃণা?

তোমার মন তোমার অধীন;

তোমার দায়-দেনা।

মন তোমার অথৈ দরিয়া

আছে বিবেক মাঝি,

যেদিকে খুশি যেতে পারো

জীবন ধরে বাজী।

 

হাতের কাছে কত উপাদান-

উপহার দিয়েছে প্রকৃতি।

তুমি-আমি ঠিক করি

সুশীল নাকি বিকৃতি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top