Top today
ব্যাথা
একদিন হাত ধরে বলে ছিলে তুমি
ভুলবে না তুমি আমায়
এখন তুমি ভুলে গেলে
তোমার বাবার কথায়।
এমনই যদি হত তাহলে
ভালবাসার নাম করে
কেন দিয়েছিলে কথা?
এই নোংরা ভালোবাসার জন্যই কি
হয়েছিল আমার মাথা ব্যাথা?
তুমি দিলে আমায় কষ্ট
আজ তোমার জন্য হয়েছি নষ্ট।
তোমায় নিয়ে কত না দেখেছি স্বপ্ন।
সুখে থাক সুখি হও,
তুমি হবে অন্য একজনের বউ,
তাইতো আমার মনে ব্যাথা।