Top today			
			যখন ছিলেনা তুমি
যখন ছিলেনা তুমি
আকাশের নীলের মাঝে
খুঁজিনি নীলাঞ্জনা
খুঁজিনি সাগরের গভীরতা,
বর্ষা দিনে বৃষ্টির সাথে
হৃদয়ের ব্যকুলতা।
দেখিনি প্রকৃতির মাঝে
সবুজের সমারোহ,
উপলব্দি করিনি ভালোবাসার
মায়াবী মোহ।
যখন ছিলেনা তুমি
কবিতার মাঝে
ছিলো না এত ছন্দ,
জীবনটা ছিলো শুধু
নিরাশার মঞ্চ।
যখন ছিলেনা তুমি
আবেগে আপ্লুত পরশ
ছিলোনা জীবনে,
হাসনা হেনা সুগন্ধ বিলায়নি
হৃদয় কাননে।
যখন ছিলেনা তুমি
প্রেমের বীজ
অংকুরিত হয়নি মনে,
বেদনার নীল নীল যাতনা
আসেনি জীবনে।
