Top today
যদি মনে পড়ে
তব নির্জন নীড়ে
অথবা হাজার কাজের ভিড়ে,
কভু যদি মোরে
সহসা মনে পড়ে;
তবে নহে বার বার
শুধু একবার
স্মৃতির জানালা খুলে
ভারী পর্দাটা তুলে
দেখিও নীরব নয়নে
চেয়ে মোর পানে।
মোর কথা ভেবে
হৃদয় ওঠে কেঁপে
যদি কোন ক্ষণে,
তখনি মনে মনে
দিও ক্ষমা করে
বক্ষ উজার করে।
যদি রাগে-অনুরাগে
মোর কথা জাগে;
তোমার হৃদয়ের তটে
বসিয়া হৃদয় পটে
এঁকে নিও সে ছবি;
কোন ভিন্ দেশী কবি
একদিন কাছে এসেছিল
মনে প্রাণে ভালবেসেছিল !