সবাই এভাবে ভাবতে শুরু কর দেশটাকে ভালবাসতে শুরু কর দেশের মানুষ কে ভালবাসতে শুরু কর
আর নয় গুনগুন গুঞ্জন প্রেমের
চাদ ফুল জোছনার গান আর নয়
ওগো প্রিয় মোর
পৃথিবী তোমাদের কে চায়
আর নয় নিষ্ফল ক্রন্দন
সুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা
খুলে দাও দরজা
কর তুমি পৃথিবীতে
সবার সাথে
মায়ার বন্ধন
ধরনীর ধুলি হার পরে নাও
করে নাও ভাতৃত্বের ই বন্ধন
ওগো প্রিয় মোর
খুলে দাও জানালা
খুলে দাও দরজা
লতা মঙ্গেশ এর অপূর্ব একটি গান এইমুহুর্তে সব লাইন মনে করতে পারছিনা যত টুকু মনে পড়ছে তত টুকু শেয়ার করছি l
মাঝে মাঝে একটা হতাশা কাজ করে মনে মনে হয় এই দেশটা কে নিয়ে এই জাতি সর্বপরি নিজেকে নিয়ে কিছু করতে পারলামনা এই জীবনে l
কিছু হতে পারলামনা জীবনে এর চেয়ে বেশি মনে পীড়া অনুভব করি যখন মনে হয় কিছু করতে পারিনি কার ও জন্য বা দেশটার জন্য
আসলে দেশের প্রতি ভালবাসা প্রকাশ করার জন্য এই মুহুর্তে সর্বশ্য বিলিয়ে দেওয়ার দরকার নাই বা আমাদের সবাইকে যে মহীয়সী মাদার তেরেস্সা হতে হবে তাও নয় l
আমরা সবাই কিন্তু পারি ছোট ছোট দানের মাধ্যমে আমাদের ভালবাসা প্রকাশ করতে
যেমন আমি করতে পারি আমার বিশ সেট কাপড় থেকে দুই সেট দিতে পারি যার একসেট কাপড় নাই তুমি দিতে পারো তোমার ঘরে অহেতুক দশ পদ খাওয়ার না বানিয়ে দুই পদ এর সামান্য টাকা
সামান্য টাকা যা দিয়ে হয়ত তাদের অভুক্তি পেট টি ভরবে
সে করতে পারে যার আছে তিন চার টা বাড়ি ওখানের কিছু অংশে আশ্রয় পেতে পারে যার কোনো আশ্রয় নাই l
অন্ন বস্র বাসস্থান এই তিন টি মৌলিক চাহিদার পূরণ করতে পারি কিন্তু আমি তুমি সে আমরা সরকারের কোনো ধরনের সাহায্য ছাড়া কোনো ধরনের পৃষ্ঠপোশকতা ছাড়া পরস্পর পরস্পরকে সহযোগিতা করার মাধ্যমে ভালোবেসে l
আমি তুমি সে আমরা আমাদের সবার কিছু করণীয় আছে দায়বদ্দতা আছে সবার সবার প্রতি
সরকার কে আমরা অনেক গালি গালাজ করতে পারি রাজনীতিক ব্যক্তি বর্গ কে
প্রথমে আমি সতর্ক ভাবে খেয়াল করে দেখি আমি আমার এইছোট রোল টা পালন করছি তো পরিবারে সমাজে পরিবেশ l
সরকার এর দায়িত্ব সুশাসন দেওয়া যেমন তেমনি আমাদের জনসাধারণ এর মনিটরিং এর পাশাপাশি আমাদের কে হতে হবে সহকারী সরকার l
দেখা যাবে একদিন অদূর ভবিষ্যতে আমরা ও সরকার এর একসঙ্গে কাজের মাধ্যমে সত্যি এই দেশটা সোনার বাংলায় পরিনত হবে l
সবাই এভাবে আমার কথা ভাবতে শুরু কর
দেশটাকে ভালবাসতে শুরু কর
দেশের মানুষ কে ভালবাসতে শুরু কর