Top today			
			সমবয়সী ছেলে-মেয়ে প্রেম করলে যা হয়
সমবয়সী একটা ছেলে এবং একটা মেয়ের রিলেশন কখনও সম্ভব নয়।জোর করে করলেও এট বেশী দিন স্হায়ী হয় না। কারণ:
১. একটা মেয়ে দশম শ্রেণীতে থাকা অবস্হায় যখন মানসপটে কাউকে কল্পনা করে তখন একটা ছেলে পাড়ার মাঠে ক্রিকেট ম্যাচ কিভাবে জিতা যায় সেই চিন্তায় ব্যস্ত
২ . মেয়েটা যখন দ্বাদশ শ্রেণীতে তখন একটা সুন্দর প্রেমিক আশা করে তখন একটা ছেলে চিন্তিত পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়া নিয়ে।
৩. ভার্সিটি লাইফে মেয়েটা যখন প্রতিষ্ঠিত স্বামীর খোঁজে একটা ছেলে তখন ব্যস্ত একটা প্রতিষ্ঠিত হওয়া নিয়ে।
৪. অবশেষে ছেলেটি যখন সব ব্যস্ততা অতিক্রম করে এক বউ খোঁজায় মন দেয় তখন মেয়েটি তিন সন্তানের জননী।

