Top today
দ্বিধা
ভাবনার গভীরে, আরো গভীরে, শত ব্যস্ততার ভিড়ে
তুমি আছো হৃদয়ের প্রতিটি পাতায় পাতায় মিশে,
আমি যখনই চেয়েছি তোমার হতে, আরও কাছে
দূর থেকে শুধু প্রতারণার কলকাঠি নেড়েছ নিজ হাতে।।
আমার একাটা সুনীল আকাশ ছিল
যে আকাশে ছিল তোমার অবাধ বিচরণ।
বৃত্তের বাইরে, সবটুকু সুখ ছিল তোমার অধরে
আমার ভালোবাসা পদদলিত তোমার সভ্যতার কাছে
তবে কি আমি অসভ্য? যে ভালোবাসা হয়তো করতে পারেনি আমায় নব্য।।
নিসর্গ সুখ তোমার শরীরে চাষ করেছি শত-সহস্র
যার সবটুকু নিয়েছ, দিয়েছ আমায় নির্বাসন।
ওই নীলিমা এখন আমার জন্য আর কাঁদে না
সাগরের ঢেউ তটিনীর বুকে আছড়ে পড়ে না
প্রতারক মন, প্রতারণার বেসাতিতে সমর্পণ।।