Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নদী ও হৃদয়

: | : ০৩/১০/২০১৩

 

 

 ————————————————————————————————————————————
 

 রূপের ডানা মেলে তুমি 

হেটে যাও যখন  রাজ কুমারীর মতোন বসন্ত বাতাসে ভেসে

উড়ে চুল উড়ে দক্ষিণা বাতাসে 

চৈতালী আকাশের চটুল শুভ্র মেঘ লুকোয় লাজের দিগন্তে

দায় ভার দিলাম আষাঢ়ের ঘাড়ে, জলধী মেঘের গভীরে;

ছেয়ে যায় আকাশ আধাঁরে

মেঘ কালো মেঘে 

ষোড়শী খোপা

মেঘের গম্ভুজে

 ঝড়ো উড়ু মেঘে বিজলী চমকায়, চুলের কাব্যে

আকাশ আজ মাতোয়ারা রেশমী কালো চুলের  জলসায়; 

 

 

 

তোমার চুল

মেঘের ঝুল

শীতল বারীধারা হয়ে ঝরে উত্তর পাহাড়ে, আমার হৃদয়ে,

পাহাড়ী ফুলে ভাসে, জলে জোয়ারে বহে নদী,

এনে বসিয়ে দিলুম তোমার মাথার সিথিঁর ‘পরে;

ঠিক আমার হৃদয়ের সমান্তরালে।

—————————————————————————————————————————————

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top