Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বন্ধু হবি…..??

: | : ০৩/১০/২০১৩

কাঠবিড়ালি
বন্ধু হবি,
কুটুস কাটুস
এটা খাবি,
ওটা খাবি; আর
এদিক ওদিক পালাবি!!
এ গাছে ও গাছে
তিড়িং বিড়িং
লাফিয়ে বেড়াবি!
আমায় দেখে!
পাতার ফাঁকে
আঁড়ালে হারাবি,
তা হবে না
তা হবে না;
আমাকে তোর বন্ধু কর
ভয় নাইরে ওরে তোর;
পিছন পিছন দেব দৌঁড়
কেটে যাবে রাত ভোর।
লুকোচুরি খেলবো দুজন
সুরে সুরে গাইবে কূজন,
খাব মিলে, যা পাব
এক কামড় পেয়ারা খাব
আম,জাম, জলপাই, লিচু,
হাতের নাগালে যা কিছু;
ছুটোছুটি দিন শেষে
অবসন্ন ক্লান্ত বেশে
ঘুমিয়ে আমি গাছের ডালে
ঘুম পাড়ানি গান,
গাইবি তুই তালে তালে
ঘুমালে অবশেষে, শান্তির রেশে
পাহাড়া দিবি তুই পাতায় বসে।
ওই কাঠবিড়ালি কি রে!!
বন্ধু বানাবি কি! এই আমারে?
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/1375311_691908757503543_1408994384_n.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top