Top today
বাঁচবো বলে
বাঁচবো বলে
মিলন বনিক
বাবুই পাখির নীড়টি কেবল
হাওয়াই নড়ে চড়ে ,
রাস্তার ধারে রূগ্ন শিশু
ধুকে ধুকে মরে।
আহার নেই তার যাবে কোথায়
ফুটপাতে যার বাসা ,
নীল আকাশের ছায়ায় কেবল
বাঁধছে বুকে আশা।
কলের গাড়ী যাচেছ চলি
একটি পয়সা ফেলবে বুঝি,
থামছে নাতো গাড়ীর চাকা
কুকুর সনে খাবার খুঁজি।
গগন চুম্বী দালান দেখে
গাছ তলাটায় ভয়ে মরি ,
আকাশ পানে নয়ন মেলে
রূদ্বশ্বাসে জীবন গড়ি।