Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বাধীনতা-১

: | : ০৩/১০/২০১৩

বিজয় দিবস ১৬ই ডিসেম্বর বাংলার হল জয়
লক্ষ প্রাণের মূল্যে ইতিহাস তাই কয় ।

মা বোনের দেহো ওরা নিলো লুটে
নিজেদের প্রাণ বাঁচাতে নিলো সব গুটে ।

বাংলা মায়ের ছেলে ওরা এতো যে সাহসী
জানতোনা পাক হানাদার মানব-মানসী ।

প্রাণের ভয়ে পালালো সব বাংলা ছেড়ে… ।
বাংলার বুকে লক্ষ কোটি পতাকা উঠল নেড়ে ।

বেঁচে উঠল কোটি মানুষ কোটি প্রাণ
জয় বাংলা, স্বাধীনতার যে পাচ্ছি ঘ্রাণ ।

মায়ের মত ভালোবাসি বাংলাকে এই হোক পণ
গাও গান জয়ের সকল জনগণ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top