Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার কিছু বাণী

: | : ০৪/১০/২০১৩
  • মানুষকে সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম, বিরহ ইত্যাদি নিয়েই বেঁচে থাকতে হয়।
  • নারী এমন এক রহস্য জাত, যার সাথে স্বামী পঞ্চাশ বছর এক বিছানায় থেকেও তার রহস্য ভেদ করতে পারে না।
  • দুনিয়ার সব জিনিস আঠা দিয়ে জোড়া লাগানো যায় কিন্তু মন একবার ভেঙ্গে গেলে তা আর জোড়া লাগানো যায় না।
  • সতীত্বহীন নারী পুরুষের কাছে মূল্যহীন।
  • যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়  না।
  • সব মেয়ে প্রেমিকা হতে পারে কিন্তু সব মেয়ে আদর্শ স্ত্রী হতে পারে না।
  • ঘাত প্রতিঘাত ছাড়া মানুষের জীবন পরিপূর্ণ হয়না।
  • মানুষ যা আশা করে না, তাই হয়। এটাই প্রকৃতির নিয়ম। এ পৃথিবীতে বেঁচে থাকতে হলে স্বাভাবিক ভাবেই প্রকৃতির নিয়মকে মেনে নিতে হবে।
  • সতীত্বহীন নারী বেচেঁ থাকার চেয়ে সতীত্ব নিয়ে মরে যাওয়া উত্তম।
  • প্রেম রোগ বড় রোগ, এ রোগের কোন চিকিৎসা নেই।
  • প্রেমে পড়লে মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যায়। তখন ভালো মন্দ বিচার করার হিতাহিত জ্ঞান থাকে না।
  • বসন্তকাল হচ্ছে প্রেমিক প্রেমিকাদের সর্বোৎকৃষ্টকাল।
  • আদিকাল থেকেই প্রেম চলে আসছে, আজ চলছে, চলবে অনন্তকাল।
  • সব সৃষ্টির আনন্দের চেয়ে মা হওয়ার আনন্দ অনেক বেশী।
  • যে পুরুষ অর্থের বিনিময়ে বিয়ে করে সে পুরুষ নয়, কাপুরুষ।
  • বই মানুষকে ঠকাতে পারেনা।
  • ভালোবাসা গড়তে অনেক দিন কিন্তু ভাঙ্গতে কিছুক্ষণ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top