Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার স্বপ্নগুলো

: | : ০৪/১০/২০১৩

আমার স্বপ্নগুলো
মো: ওবায়দুল ইসলাম

আমার স্বপ্ন গুলো ভাঙে যেম্নি ভাঙে কাচঁ
দু ‘চোখ আমার শ্রাবনের অঝোর আকাশ,
নিরবে, নিবৃত্তে; নেই কারও এতটুকু আচঁ
বারংবার বয়ে যায় শুধু বুক ভাঙা বাতাস।

আমার বুক ভাঙে – নিষ্ঠুর শ্রমিক ইট ভাঙে যেম্নি
লালে লাল তারপরও নিষ্ঠুর ভাঙে বারংবার
নিরব আমি, বাক শক্তিহীন মানুষ; তেম্নি
নিষ্ঠুর, ভালবাসা নাই, নাই হৃদয় তার।

সুখালয়,নিমহাওলা।
২১ জুলাই ২০০৮

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top