Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

বল কেমনে সই, চতুর্ভুজা?

: | : ০৪/১০/২০১৩

কখনও কি দেখেছ সূর্যগ্রহন,

যখন এক অভিশপ্ত ছায়া গ্রাস করে সূর্যকে।

তখন যুগপৎ এক ভয় আর অস্বস্তি

কাজ করে মানুষের মনে।

বিশেষ করে সেসব মানুষ যারা অন্ধভাবে

সূর্যকে করে পূজা।

 

আমিও তো ভালবাসি তোমায়

পুজি তোমার রূপ, মেধা-মনন, সৃষ্টিশীলতা-

তোমার চঞ্চলতা, উদ্দামতা হৃদয়ের গহীন থেকে।

আমারও তো আবেগকে রুদ্ধ করে

যদি তোমার অপরুপ মুখটা দেখি আধার কালো।

বল কেমনে সই, চতুর্ভুজা?

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top