Top today
ঘোড়ার ডিম
মামার পোষা তাগড়া ঘোড়া পাড়লো বিশাল ডিম;
চুপচুপিয়ে দেখছি ছুঁয়ে ডিমটা বেজায় হিম !
ঘোড়া দিলো ডিমে তা
ফুটলো শেষে গাধার ছা
সেই ছা বলে আমার দাদা হাট টিমা টিম টিম !
মামার পোষা তাগড়া ঘোড়া পাড়লো বিশাল ডিম;
চুপচুপিয়ে দেখছি ছুঁয়ে ডিমটা বেজায় হিম !
ঘোড়া দিলো ডিমে তা
ফুটলো শেষে গাধার ছা
সেই ছা বলে আমার দাদা হাট টিমা টিম টিম !