Top today
চোখ
(১)
চোখ যদি হয় কাজল কালো
ঠোঁট দুুুুটোতে লাল
কেমনে তারে আসতে বলি
আজকে নয় কাল।
(২)
বুক ভরা ভালোবাসা
চোখ ভরা জল
ভালোবাসার মূল্য কেমনে
দিবি এবার বল।
(৩)
চোখদুুটো তার লাল হয়েেছেে
কি করে যেে হাায়
নাইবা পেলে মনের মানুুুষ
দিন গড়িয়ে যায়।
(৪)
তোমার চোখের কাজল হতেে
আমি চেয়েছি
ভালোবাসার কাঙাল,তাই
কষ্ট পেয়েছি।
(৫)
তোমার চোখেের ভাষা আমি
বুুুুঝতে পারিনি
ভালোবাসার জবাব তাইতো
জানা হয়নি ।।