Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

প্রিয় জন্ম ভূমি

: | : ০৫/১০/২০১৩

প্রিয় জন্ম ভূমি
মাগো তোমায় ভাল বাসি
জীবন-মরনে তুমি
আমার সোনার বাংলা প্রিয় জন্ম ভূমি ।
লাল সবুজের পতাকাতলে
নারি-পুরুষ ভেদাভেদ ভুলে
আমজনতার সমাবেশ ,
সবার মুখে একই আওয়াজ
আমার সোনার বাংলাদেশ ।
কু-চকরিদের রুখতে মোরা পণ করেছি সকলে
লাখ শহীদের রক্ত দান দিবনা যেতে বিফলে ।
আমরা তোমায় ভাল বাসি
আমার প্রিয় স্বাধীন দেশ
বীর বাংগালীর রক্তে গড়া
আমার সোনার বাংলাদেশ ।
ভাইয়ের সাথে ভাইয়ের আড়ি
পুড়ছে গাড়ি ভাংছে বাড়ি
ডানে বামে টানছে তোমায়
কেউবা টানছে পিছপানে
কখন তোমার ভাংবে কোমড়
আছে যারা মাঝ খানে।
বেচে থাকার সকল আশা
তোমার পরশ ভাল বাসা
মলিন বদন চাইনা মাগো
চাই যে তোমার মধুর হাসি
তোমায় আমরা ভাল বাসি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top