Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

বাথরুমেই ৭ বছর!

: | : ০৫/১০/২০১৩

বিচিত্র তথ্যগুলো মানুষকে বরাবরই একটু বেশি আনন্দ দেয়। সচরাচর যা ঘটে না বা যে বিষয়গুলো সাধারণত চোখ এড়িয়ে যায়, সেগুলো জানার আগ্রহটা একটু বেশি থাকাই স্বাভাবিক। নিচে এ ধরনের ৫টি তথ্য উপস্থাপন করা হলো:

১) গড়ে একজন মানুষ তার জীবনে ৭ বছর বাথরুমেই কাটান। অর্থাৎ, আপনি দিনের যে সময়টুকু বাথরুমের জন্য ব্যয় করেন, তার সম্মিলিত যোগফল ও গড় হিসাবটা এরকমই।

২) শুক্রই একমাত্র গ্রহ, যেটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। অন্যান্য গ্রহ আবর্তন করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।

৩) ভিনেগার বা সিরকায় মুক্তা গলে যায়।

৪) মার্কিন সেনাবাহিনী ২৩৪টি গলফ কোর্স পরিচালনা করে।

৫) পাখিরা নীল রং দেখতে পায় না, সেটা হয়তো অনেকেই জানেন। তবে একটি ব্যতিক্রমও রয়েছে। পেঁচাই একমাত্র পাখি, যে নীল রং দেখতে পায়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top