Top today
মানুষের বেঁচে থাকা অর্থবহ বিশালতা
জীবন ভাবনার আঁড়ালে বেস তো ছিল,
তবে কিসের আকুতি জীবনভর ? কিসের কষ্ট বুকে ঐ বসেছে চেপে
আধা তন্দ্রায় স্বপ্ন ভঙ্গ দিবানিশি, অমাবশ্যা রাতের কালের মত নির্মম
হয়তো জীবন এমনি তন্দ্রা ভ্রমে যুগোল বহমান।
যার জীবনে আলো ফুটলেই না কখনো,
সে বুঝলে না আলো কি? কিন্তু তারও জীবন চির বহমান
প্রতিনিয়ত বদল রাত দিনের, জীবনের বয়স বাড়ে বাড়ছে মগ্নতা
যেমনটা জীবনবোধ সঙ্গ সেজেছে শরীর জুড়ে।
মাঝে মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া পাওয়া
আলোকিত নিষ্ঠায় বাঁচে, আবার বড় কোন পাওয়া কষ্টে ডুবায়
জীবনযুদ্ধের পিছনে আঁধার লুকানো, মাঝে হটাৎ বিভ্রম বিড়ম্বনা
মানুষের বেঁচে থাকা অর্থবহ বিশালতা।
1420@ 7 আশ্বিন, শরৎকাল।