Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সাগর কন্যা

: | : ০৫/১০/২০১৩

সাগর কূলে সাগর কন্যা
ঝিনুক কুড়ায় রোজ,
মুক্তোর কণা আছে নাকি
নেয় তার খোঁজ ।

মুক্তো দিয়ে মালা গাঁথে
ঝিনুকে বানায় পাখি,
প্রাণ নেই দেহ আছে
আছে দুটি আঁখি ।

সংসারে তাঁর বৃদ্ধ পিতা
মা বিছানায় ঘরে,
মনের ঘরে মায়ের চিন্তা
কখন যে যায় মরে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top