Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

আত্মজের মুখ চেয়ে চেয়ে……

: | : ০৬/১০/২০১৩

আত্মজ এসেই খোলে
জীবনের নানা পলিপথ
নানাবিধ রূপরসে রাঙায় দুপুর
আত্মজে মোহান্ধ হয়ে
বালিশে লুকিয়ে রাখি
বেদনার নীলখাম গুলি
আর যতো স্বপ্ন এসে
দরোজায় কড়া নাড়ে
তাদের জানিয়ে দিই,
আমি আর নিজ ঘরে নেই !
এইবেলা সেইখানে
যাওয়াই বারণ।
আত্মজ আপন পায়ে
দাঁড়াবে যেদিন
সেদিন নাহয় আমি
অন্যকোন স্বপ্ন পেলে
বুনে নেব আর কোন ঘর

অত:পর….
করুণ বেদনা নিয়ে
দেখেছি নিজেকে
এভাবে অপেক্ষা করে
জীবনের দুপুরেরা
অপরাহ্ন গলি বেয়ে
গড়ালো বিকেলে !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top