Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

এই দুষ্টু ছেলে, কি দোখো?

: | : ০৬/১০/২০১৩

1

এই দুষ্টু ছেলে, কি দোখো?

– একটা মিষ্টি মেয়েকে দেখি!

– কে সে?

-তুমি!

-আচ্ছা, তুমি ক্লাস করো নাকি শুধু আমাকেই দেখো?

-কি জানি, তোমার দিকেই তাকিয়ে থাকি তো তাই বলতে পারবো না!

-কেন এসব করো?

-তোমাকে যে ভালোবাসি তাই!

-মিথ্যে কথা, এটা তোমার ছলনা!

-ছেলেরা ছলনা করতে জানে না,কারন ছেলেরা একটু মাথা মোটা হয়!

-হইছে, এখন ক্লাসে মনোযোগ দাও!

– নাহ, আমার মনোযোগ তুমি, কি হলো কথা বলবা না? ঠিক আছে!

কিছুক্ষন পর…..

-এই মেয়ে এদিক ওদিক কাকে খুজো?

-তোমাকে, তুমি সামনে থেকে পিছনে গেলে কেন?

-দেখলাম, তুমি আমাকে খুজো কি না!

-ফাজলামি করবা না, সামনে আসো, পিছনে ফিরলে স্যার বকা দিবে!

-ওকে, পিছনে ফিরতে হবে না!

-বাজে কথা বলবানা, তোমাকে পাশে না দেখলে ক্লাস করতেই ভালো লাগে না!

-তাই? এতো টান?

-সামনে আসবা কি না বলো?

-ওকে বাবা, আসতেছি!

ঘন্টা পরে গেলো….পাশ থেকে বন্ধু ধাক্কা দিয়ে বললো” দোস্ত, মেয়েটার সাথে আর কতো চোখে কথা বলবি?”

আমি বললাম” সারা জীবন এভাবে কথা বলার সুখটা পেতে চাই রে দোস্ত, চোখের ভাষা কতো যে মধুর হয় বলে হয়তো বুঝাতে পারবো না”!

ভালোবাসা এমনি….

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top